ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

সব ক্যাম্পাসে বানাতে হবে 'মোদির সেলফি বুথ'

সব ক্যাম্পাসে বানাতে হবে 'মোদির সেলফি বুথ'

ছবি: টাইমস অব ইন্ডিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ | ১৭:১২

ভারতে সব বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে মোদির ছবি দিয়ে সেলফি বুথ বানানোর নির্দেশনা দিয়েছে দেশটির বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সেখানে বুথে দাঁড়িয়ে মোদির সেসব ছবির সামনে সেলফি তুলতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা পোস্ট করতে শিক্ষক-শিক্ষার্থী-দর্শনার্থীদের উৎসাহিত করতে হবে। এজন্য শুক্রবার কমিশনের পক্ষ থেকে উপাচার্য-অধ্যক্ষদের চিঠি দেওয়া হয়েছে। 

আগামী বছর ভারতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে এমন নির্দেশনায় বিতর্ক ছড়িয়েছে। খবর দ্য টেলিগ্রাফের 

সমালোচকেরা মনে করছেন, নির্বাচনের আগে ক্যাম্পাসগুলোকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রচারের অনানুষ্ঠানিক মাধ্যম হিসেবে ব্যবহার করতে চাইছে ক্ষমতাসীন মোদি সরকার। আর এ জন্য প্রধানমন্ত্রীর ছবিসহ সেলফি বুথ বানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে ভিন্ন কথা। কমিশনের যুক্তি, বিভিন্ন ক্ষেত্রে ভারতের নানান অর্জন রয়েছে। সেলফি বুথে সেসবের আলোকচিত্রের প্রদর্শন ও সেখানে সেলফি তোলা ভারতীয়দের সম্মিলিত গর্ববোধকে উত্সাহিত করবে। সেই সঙ্গে ভারতের অর্জন সম্পর্কে জানতে তরুণ মনে আগ্রহ জন্মাতে ভূমিকা রাখবে।

whatsapp follow image

আরও পড়ুন

×