টুইটারের ‘ট্রেন্ডিং’ তালিকায় বৃহস্পতিবার সকাল থেকেই উপরের দিকে রয়েছে হ্যাশট্যাগ ‘দিদি আ রহি হ্যায়’। তবে এই ‘দিদি’ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, এই ‘দিদি’ প্রিয়াঙ্কা গান্ধী।

যোগী আদিত্যনাথ শাসিত রাজ্য উত্তরপ্রদেশে আগামী বছরের গোড়ায় বিধানসভা ভোট। সেই ভোটে প্রিয়াঙ্কাকেই মুখ হিসেবে চাচ্ছেন রাজ্যের কংগ্রেস কর্মীরা। খবর আনন্দবাজার পত্রিকার

অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) উত্তরপ্রদেশের দায়িত্বে রয়েছেন প্রিয়াঙ্কা। অনেকে বলতে শুরু করেছে, উত্তরপ্রদেশে প্রিয়াঙ্কাকে বিরোধী শিবিরের মুখ করা হলে নির্বাচনে বিজেপির হার নিশ্চিত।

আগামী বছরের মার্চে যোগীরাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেই সূত্রেই ভোটের জন্য তোড়জো়ড় শুরু করেছে কংগ্রেস। শুক্রবার তিনদিনের লখনউ সফরে যাচ্ছেন উত্তরপ্রদেশের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত প্রিয়াঙ্কা।

কংগ্রেসের একাংশ মনে করছে, নির্বাচনের আগে দলের প্রস্তুতি খতিয়ে দেখতেই গান্ধী পরিবারের সদস্যের এই সফর।

টুইটারে উত্তরপ্রদেশে প্রিয়াঙ্কাকে কংগ্রেসের ‘মুখ’ হিসেবে দেখতে চেয়ে অনেকেই অনেক কিছু লিখেছেন। কেউ লিখছেন, ‘রাস্তায় নেমে আমাদের সঙ্গে আমাদের পাশে থেকে লড়াইয়ে অংশ নিতেই আসছেন আমাদের মেয়ে।’ আবার কেউ লিখেছেন, ‘যোগীর লঙ্কা জ্বালাতে আসছেন প্রিয়াঙ্কা।’ কিন্তু সব ছাপিয়ে ‘ট্রেন্ডিং’ হ্যাশট্যাগ ‘দিদি আ রহি হ্যায়’।