জার্মানির পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ২০ জনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও ৫০ জনের বেশি মানুষ। বন্যায় কমপক্ষে ছয়টি বাড়ি ধসে পড়েছে। ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে আরও ২৫টি বাড়ি। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়, বুধবার স্থানীয় সময় রাতে শুরু হওয়া বন্যায় জার্মানির পশ্চিমাঞ্চলীয় রাইনলান্ড-পালাটিনেট প্রদেশে ছয়টি ভবন ধসে পড়েছে। নদীর পানি তীর উপচে লোকালয়ে প্রবেশের পর বাড়িঘরের ভেতর আটকা পড়া প্রায় ৫০ জন ছাদে আশ্রয় নিয়েছেন। 

স্থানীয় পুলিশের এক মুখপাত্র জানান, অনেক মানুষ বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে। লোকজনকে উদ্ধারে দমকল বাহিনী ও উদ্ধারকর্মীদের মোতায়েন করা হয়েছে। তবে পুরো পরিস্থিতির সঠিক হিসাব হাতে নেই। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। 

উদ্ধার কার্যক্রম চালাতে গিয়ে দুই দমকলকর্মী ডুবে গেছেন। এ কাজে সেনা সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। বন্যার ফলে অঞ্চলটিতে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে।

এদিকে বন্যার কারণে রাইন নদীতে নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাধা পড়েছে স্থানীয় রেল, সড়ক ও নৌ যোগাযোগ ব্যবস্থাতে। ভারি বৃষ্টির কারণে অনেক এলাকায় প্রবেশ করা যাচ্ছে না। জরুরি অবস্থা জারি করা হয়েছে প্রদেশের ভুলকানাইফেল জেলায়।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে জার্মান আবহাওয়া বিভাগের এক পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার সারা দিন দক্ষিণ-পশ্চিম জার্মানিতে ভারি ঝড় ও বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। এ অঞ্চলের এলাকাগুলোয় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত টানা বৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।