- আন্তর্জাতিক
- আসামি যাচ্ছেন বাইক চালিয়ে, হাত ধরে অন্য বাইকে পুলিশ
আসামি যাচ্ছেন বাইক চালিয়ে, হাত ধরে অন্য বাইকে পুলিশ

বাইক চালিয়ে আসামি চলেছেন থানায়। আর তার পাশেই আরেকটি বাইকে রয়েছেন দুই পুলিশ। তাদের একজন বাইক আরোহী সেই আসামির হাত ধরে আছেন। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের তথ্য অনুযায়ী, ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিও এরই মধ্যে চার লাখেরও বেশি ভিউ হয়েছে।
ভিডিওতে ভারতের উত্তর প্রদেশের দুই পুলিশ সদস্যকে একটি মোটরসাইকেলে দেখা গেছে। এদের মধ্যে একজন বাইক চালাচ্ছিলেন, আরেকজন অন্য বাইকে চড়া একজন অপরাধীর হাত ধরে ছিলেন।
ধারণা করা হচ্ছে, আসামিকে আটকের সময় পুলিশের কাছে গাড়ি ছিল না। আবার অপরাধীর হাতে পরানোর হাতকড়াও ছিল না। এ কারণেই এ ব্যবস্থায় তারা অপরাধীকে থানায় নিয়ে যাচ্ছিলেন।
ভিডিওটি দুটি বাইকের পিছনের কোনো গাড়ি থেকে ধারণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা অনেকেই ভিডিওটি দেখে হাসি-তামাশা শুরু করেছেন। কেউ কেউ হাস্যকর ইমোজি ব্যবহার করেছেন। কেউ আবার মজার সব মন্তব্য করেছেন। কেউ আবার অপরাধী বা পুলিশদের কেউই হেলমেট পরেননি এই বিষয়টা উল্লেখ করেছেন।
মন্তব্য করুন