ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

তিউনিসিয়ায় প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট

তিউনিসিয়ায় প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২১ | ২৩:০০ | আপডেট: ২৫ জুলাই ২০২১ | ২৩:২৬

দেশজুড়ে করোনা পরিস্থিতি নিয়ে অস্থিতিশীলতা তৈরি হওয়ার প্রেক্ষাপটে তিউনিসিয়ায় প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট কায়েস সায়িদ।

প্রধানমন্ত্রীকে বরখাস্তের সঙ্গে সঙ্গে তিনি পার্লামেন্টও বিলুপ্ত ঘোষণা করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

রোববার করোনা সংকট মোকাবিলায় সরকারের ওপর ব্যর্থতার দায় চাপিয়ে বেশ কয়েকটি শহরে বিক্ষোভ করে লাখো জনতা। উদ্ভূত পরিস্থিতিতে বাস ভবনে জরুরি বৈঠকে বসেন প্রেসিডেন্ট। এর পরই রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রেসিডেন্টের বিবৃতি প্রচার করা হয়।

বিবৃতিতে প্রেসিডেন্ট কায়েস সায়িদ বলেন, আমরা প্রধানমন্ত্রী বরখাস্ত ও পার্লামেন্ট বিলুপ্তির সিদ্ধান্ত নিয়েছি; যতক্ষণ না সমাজে নিরাপত্তা ফিরে আসে। রাষ্ট্রের নিরাপত্তার ব্যবস্থাও করা হচ্ছে। যারাই একটি গুলি ছুড়বে নিরাপত্তা বাহিনী তাদের বুলেট দিয়ে জবাব দেবে।

তিনি দাবি করেন, সংবিধানে প্রদত্ত ক্ষমতার আলোকেই প্রধানমন্ত্রীকে বরখাস্ত এবং পার্লামেন্ট বিলুপ্ত করা হয়েছে।




আরও পড়ুন

×