- আন্তর্জাতিক
- দ্বিতীয়বার করোনায় আক্রান্ত সাবেক মন্ত্রী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু
দ্বিতীয়বার করোনায় আক্রান্ত সাবেক মন্ত্রী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু

ধীরেন্দ্র দেবনাথ শম্ভু- ফাইল ছবি
দ্বিতীয়বার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বর্তমানে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসাধীন তিনি।
শনিবার রাতে সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু নিজেই। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার সামগ্রী দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করতে অনেকদিন ধরেই বরগুনায় অবস্থান করছেন তিনি। গত ২২ জুলাই আবুল খায়ের গ্রুপের উদ্যোগে ২৫০ শয্যার বরগুনা জেনারেল হাসপাতালে অক্সিজেন রিফিল ব্যাংকের উদ্বোধন করেন তিনি। এর কয়েকদিন পর কিছু উপসর্গ দেখা দিলে বরগুনা জেনারেল হাসপাতালে নমুনা পরীক্ষা করতে দেন। পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। এর আগে গত বছর নভেম্বর মাসেও প্রথম করোনা শনাক্ত হয়েছিল তার। এরপর দুই ডোজ টিকা নেন তিনি। তারপরও করোনা থেকে রেহায় পাননি।
গণমানুষকে রক্ষার চ্যালেঞ্জ নেওয়া সাংসদ শম্ভু সুস্থতার জন্য সৃষ্টিকর্তা, সর্বস্তরের সাধারণ মানুষ ও নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।
মন্তব্য করুন