ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

যুদ্ধবিরতি নিয়ে এখন আর কোনো আলোচনা নয়: হামাস

যুদ্ধবিরতি নিয়ে এখন আর কোনো আলোচনা নয়: হামাস

ছবি: আল জাজিরা

সমকাল অনলাইন

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩ | ০২:৩১

হামাসের ডেপুটি হেড সালেহ আল-আরোরি বলেছেন, যতক্ষণ গাজায় ইসরায়েলি বাহিনীর আক্রমণ অব্যাহত থাকবে ততক্ষণ বন্দি বিনিময় হবে না। সব ফিলিস্তিনি বন্দিদের হস্তান্তর না করা পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে আর কোনো আলোচনা হবে না। শনিবার রাতে হামাসের পক্ষে তিনি এ বক্তব্য দেন। খবর আল-জাজিরার

এদিকে শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী যুদ্ধবিরতি উঠে যাওয়ার পর দক্ষিণ গাজার খান ইউনিসের লক্ষ্যবস্তুতে কয়েক ডজন বিমান হামলা চালায়। যুদ্ধবিরতির পর দুই দিনে ইসরায়েলের হামলায় প্রায় ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ১৫ হাজার ২০০ ছাড়িয়ে গেছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে যাওয়ার পর গাজায় মোট ৪০০-র বেশি ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে' আঘাত করেছে তারা। দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে৷ যুদ্ধবিমান ‘একটি মসজিদের ভিতরে ইসলামিক জিহাদের অপারেশনাল কমান্ড সেন্টারে আিঘাত হানে' বলেও জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। 

whatsapp follow image

আরও পড়ুন

×