- আন্তর্জাতিক
- ইসরায়েলি ট্যাংকারে হামলা: ইরানকে দায়ী করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
ইসরায়েলি ট্যাংকারে হামলা: ইরানকে দায়ী করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

এমভি মার্সার স্ট্রিট নামের ট্যাংকারটি ওমানের উপকূলে আক্রমণের শিকার হয়-বিবিসি
আরব সাগরে ইসরায়েলি তেল ট্যাংকারে প্রাণঘাতী হামলার পেছনে ইরান জড়িত রয়েছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইরান আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে বলে উল্লেখ করে এর পাল্টা জবাব দেওয়া হবে বলে অঙ্গীকার করেছে দেশ দুটি।
এমভি মার্সার স্ট্রিট নামের ট্যাংকারটি বৃহস্পতিবার ওমানের উপকূলে আক্রমণের শিকার হয়। এই হামলায় জাহাজের দুইজন ক্রু নিহত হন যাদের একজন ব্রিটিশ ও অপরজন রোমানিয়ান নাগরিক। খবর বিবিসির
এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, এই হামলায় ইরান এক বা একের অধিক ড্রোন ব্যবহার করেছে।
এই হামলাকে পরিষ্কারভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করেছেন তিনি।
ডমিনিক রাব বলেন, ইরানকে এসব হামলা অবশ্যই বন্ধ করতে হবে। জাহাজ চলাচলে সুযোগ দিতে হবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন হুমকি দিয়ে বলেছেন, এই হামলার পেছনে যে ইরান দায়ী এ ব্যাপারে তারা আত্মবিশ্বাসী এবং এর জুতসই পাল্টা জবাব আসছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত বলেছেন, এই হামলার জন্য যে তাদের চিরশত্রু ইরান দায়ী তেমন 'প্রমাণ' রয়েছে।
এরপরই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পক্ষ থেকে এমন বিবৃতি এলো।
বেনেত হুমকি দিয়ে বলেন, আমরা জানি কিভাবে আমাদের মত করে ইরানকে বার্তা দিতে হয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, ইরান যে ভুল করছে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের ইরানকে পরিষ্কার বুঝিয়ে দেয়া উচিৎ।
এসব অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে হামলার অভিযোগ করেছে ইরান।
ওমান উপসাগরে এর আগেও হামলার শিকার হয়েছে তেলের ট্যাংকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ইসরায়েলের ইহুদিবাদী শাসনব্যবস্থা এক ধরনের নিরাপত্তাহীনতা, সন্ত্রাস ও সহিংসতা তৈরি করেছে।
তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অভিযোগের কোনো জবাব এখনো দেশটি দেয়নি।
ইরান ও ইসরায়েলের মধ্যে এক ধরনের অঘোষিত 'ছায়া যুদ্ধ' চলছে যা এই ট্যাংকার হামলাকে ঘিরে আরও তীব্র হলো।
মন্তব্য করুন