- আন্তর্জাতিক
- মার্কিন নাগরিকদের আফগানিস্তান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র
মার্কিন নাগরিকদের আফগানিস্তান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে থাকা মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
তালেবানদের দ্বারা একের পর এক আফাগানিস্তানে সহিংসতার খবরের মধ্যে এই আহ্বান জানানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মার্কিন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তা পরিস্থিতি এবং কর্মী কমে যাওয়ায় কাবুলের যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষে নাগরিকদের সাহায্য করার ক্ষমতা সীমিত হয়ে এসেছে।
কাবুলের যুক্তরাষ্ট্র দূতাবাস মার্কিন নাগরিকদের বাণিজ্যিক বিমানে আফগানিস্তান ছাড়ার আহ্বান জানিয়েছে। তারা বলছে, তাৎক্ষণিকভাবে যারা বিমানের টিকেট কিনতে পারবে না, তাদেরকে প্রত্যাবাসন ঋণ দেওয়া হবে।
মন্তব্য করুন