- আন্তর্জাতিক
- কূটনীতিকদের আনতে মার্কিন সেনারা কাবুলে
কূটনীতিকদের আনতে মার্কিন সেনারা কাবুলে

আফগানিস্তানের আড়াই লাখের বেশি মানুষ এরই মধ্যে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে -গেটি ইমেজেস
কূটনীতিক এবং যুক্তরাষ্ট্রের অন্য নাগরিকদের আনতে সাহায্য করার জন্য প্রথম মার্কিন সেনাদল আফগানিস্তানের গিয়েছে। তালেবান বিদ্রোহীরা দেশটির দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম শহর দখল করার একদিন পর শনিবার এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
পেন্টাগন জানায়, রোববার সন্ধ্যার মধ্যে দুটি মেরিন এবং একটি পদাতিক ব্যাটালিয়ন কাবুলে পৌঁছাবে, যেখানে প্রায় তিন হাজার সৈন্য থাকবে। পেন্টাগনের আশঙ্কা, কয়েকদিনের মধ্যে রাজধানী কাবুল তালেবানদের দখলে চলে যাবে। ফলে যুক্তরাষ্ট্র প্রতিদিন হাজারের বেশি মানুষকে বিমানে কাবুলের বাইরে নিয়ে আসতে চায়।
নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন, 'তারা (মার্কিন সেনাদল) পৌঁছেছে এবং আগামীকাল (রোববার) পর্যন্ত তাদের যাত্রা অব্যাহত থাকবে।' খবর রয়টার্স ও বিবিসির।
এদিকে তালেবানদের দ্রুত অগ্রসরের মধ্যে অনেক দেশ তাদের কর্মী ও নাগরিকদের সরিয়ে নিতে হিমশিম খাচ্ছে। এ অবস্থায় ব্রিটেন এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের নিতে সহায়তার জন্য সেনা পাঠাচ্ছে।
শুক্রবার তালেবানরা রাজধানী কাবুল থেকে মাত্র ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরে লগার প্রদেশের রাজধানী পুল-ই-আলম দখল করে নিয়েছে।
জাতিসংঘ প্রধান বলেন, বেসামরিক মানুষের জন্য ধ্বংসাত্মক পরিণতিসহ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
এ পর্যন্ত আড়াই লাখের বেশি মানুষ তাদের বাড়িঘর ত্যাগ করতে বাধ্য হয়েছে।
শুক্রবার তালেবানরা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার, নিকটবর্তী লস্করগাহ শহর ও পশ্চিমে হেরাত দখল করে নেয়। এখন আফগানিস্তানের প্রাদেশিক রাজধানীর এক তৃতীয়াংশ তারা নিয়ন্ত্রণে নিয়েছে।
মন্তব্য করুন