- আন্তর্জাতিক
- বিমানের চাকায় দেহাবশেষ পাওয়ার ঘটনা তদন্ত করছে যুক্তরাষ্ট্র
বিমানের চাকায় দেহাবশেষ পাওয়ার ঘটনা তদন্ত করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বিমানটি আকাশে উঠতে শুরু করার পর অন্তত দুইজন সেটি থেকে নিচে পড়ে যান-বিবিসি
কাবুল থেকে ছেড়ে যাওয়া একটি পরিবহন বিমানের চাকায় মানব দেহাবশেষ পাওয়ার ঘটনা তদন্ত করছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, সামরিক বিমানের চাকায় মানব দেহাবশেষ পাওয়ার একটি ঘটনার ব্যাপারে তারা তদন্ত শুরু করেছে। কাবুল থেকে ওই বিমানটি সোমবার ছেড়ে আসে। খবর বিবিসির
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, কাবুল বিমানবন্দরে মরিয়া আফগানরা একটি বিমানে ওঠার চেষ্টা করছে। বিমানটি আকাশে উঠতে শুরু করার পর অন্তত দুইজন ব্যক্তি সেটি থেকে নিচে পড়ে গেছেন বলে ভিডিওতে দেখা যায়।
একটি বিবৃতিতে মার্কিন এয়ারফোর্স জানিয়েছে, বিমান ঘিরে সেখানকার নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় সি-১৭ বিমানের কর্মীরা যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে সেটিকে কাতারের মার্কিন ঘাঁটির দিকে পাঠিয়ে দেওয়া হয়।
বিবৃতিতে আরও জানানো হয়, বিমানটি থেকে মানব দেহাবশেষ সংগ্রহ এবং আবার চলাচল উপযোগী রয়েছে কিনা, সেসব পর্যবেক্ষণ করার জন্য সেটিকে ঘাঁটিতে রাখা হয়েছে।
মন্তব্য করুন