সেনাবাহিনী মিয়ানমারের ক্ষমতায় বসার পর এখন পর্যন্ত এক হাজারের বেশি ‘নিরীহ’ মানুষ নিহত হয়েছে।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির সাম্প্রতিক ঘটনাবলীর ওপর নজর রাখা সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স (এএপিপি) এই তথ্য দিয়েছ বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স।

মিয়ানমারে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হওয়া ব্যক্তিদের সংখ্যার হিসেব রাখছে এএপিপি। সংগঠনটির দেওয়া তথ্য নিয়ে সামরিক জান্তার কোনও মন্তব্য পাওয়া যায়নি।

সেনাবাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা বাহিনীর বেশ কিছু সদস্যদের নিহত হওয়ার তথ্য দেওয়া হয়েছে। তবে সে সংখ্যা তালিকায় অন্তর্ভূক্ত করেনি এএপিপি।

এএপিপির সম্পাদক ট্যাটে নাইং রয়টার্সকে বলেন, ‘হিসাব অনুযায়ী ১০০১ জন নিরীহ ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তবে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হবে।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলে নেয়। গ্রেপ্তার করা হয় গণতন্ত্রপন্থী ও ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চিসহ অসংখ্য রাজনৈতিক নেতাকে।

সেনাবাহিনী ক্ষমতায় বসার পর থেকেই মিয়ানমার জুড়ে চলছে আন্দোলন। চলছে ধরপাকড়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে প্রায়ই নিহতের খবর মিলছে।