- আন্তর্জাতিক
- মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা

প্রতীকী ছবি
মেক্সিকোর উপকূলীয় রাজ্য ভেরাক্রুজে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে হাসিনতো রোমেরো নামের এক রেডিও সাংবাদিক নিহত হয়েছে। তিনি ওরিজাবার রেডিও স্টেশন ওরি স্টেরিওর জন্য স্থানীয় রাজনীতি নিয়ে লেখালেখি করতেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ইক্সতাকজোকুইতলান শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপকক্ষ। খবর বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, শহরটির ভেতর দিয়ে যাওয়ার সময় একদল সশস্ত্র সন্ত্রাসী রোমেরোর গাড়ি আটকায়। এক পর্যায়ে তারা তার ওপর গুলি চালায়।
হামলার ভয়ে নিজের নাম প্রকাশ না করে ওই রেডিওর এক মুখপাত্র জানান, এর আগে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রোমেরো একাধিকবার হুমকি পেয়েছেন।
মন্তব্য করুন