- আন্তর্জাতিক
- আফগানদের নিরাপত্তায় ফেসবুকের নতুন নিয়ম
আফগানদের নিরাপত্তায় ফেসবুকের নতুন নিয়ম

আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার পর দেশটির নাগরিকদের নিরাপত্তায় নতুন নিয়ম করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তালেবানের হামলার ঝুঁকিতে থাকা আফগানদের সুরক্ষা নিশ্চিত করতেই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।
শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, আফগানিস্তানের ফেসবুক ব্যবহারকারীরা এখন অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে তাঁদের পোস্ট সুরক্ষিত রাখতে পারবেন। ফলে অচেনা কেউ এসব পোস্ট দেখতে পাবেন না। এ ছাড়া ফেসবুকে তাঁদের বন্ধুর তালিকাও আপাতত দেখা যাবে না। তালেবানের নজরদারি এড়াতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাশাপাশি ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রামের ব্যবহারকারীদের জন্যও বাড়ানো হয়েছে নিরাপত্তা। কীভাবে তাঁরা নিজেদের অ্যাকাউন্ট নিরাপদ রাখবেন, তা জানাতে নোটিফিকেশন পাঠানো হবে আফগান ব্যবহারকারীদের কাছে। সাংবাদিক, অধিকারকর্মীসহ নানা পক্ষের পরামর্শ নিয়েই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে টুইটারে এক পোস্টে জানিয়েছেন ফেসবুকের নিরাপত্তা বিভাগের প্রধান নাথানিয়েল গ্লেইচার।
এদিকে ফেসবুক তালেবানকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করছে। সম্প্রতি সংগঠনটিকে ও তাদের কার্যকলাপকে সমর্থন করে, এমন সব কনটেন্টও ফেসবুক ও ইনস্টাগ্রামে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপেও বন্ধ করে দেওয়া হয়েছে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের অ্যাকাউন্ট।
মন্তব্য করুন