- আন্তর্জাতিক
- তালেবানের হাতে কাবুলের পতন হতে পারে, আগেই জানিয়েছিল কূটনীতিকরা
তালেবানের হাতে কাবুলের পতন হতে পারে, আগেই জানিয়েছিল কূটনীতিকরা

তালেবানের হাতে দ্রুতই কাবুলের পতন হতে পারে বলে আগেই ওয়াশিংটনকে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের কূটনীতিকেরা। আফগানিস্তানে দায়িত্বরত প্রায় ২৪ মার্কিন কূটনীতিক দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে সতর্ক করে গত জুলাই মাসেই অভ্যন্তরীণ বার্তা পাঠিয়েছিলেন। গোপনীয় ওই বার্তা নিজস্ব চ্যানেলের মাধ্যমে পাঠানো হয় এবং সেটি ১৩ জুলাই স্বাক্ষর করা হয়েছিল।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গোপন ওই বার্তায় সংকট মোকাবিলার উপায় এবং নাগরিকদের দ্রুত সরিয়ে নেওয়ার জন্য সুপারিশ দেওয়া হয়।
ঘটনা সম্পর্কে অবগত একটি সূত্র বলেছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে ওই বার্তা প্রদানকারীদের উদ্বেগ নিয়ে আলোচনা হয়েছিল এবং কাবুল দখল করার আগে তালেবানের নৃশংসতার নিন্দা করেছিল তারা।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, কাবুল দখলের আগে তালেবান যখন একের পর এক শহর দখল করছিল, সে সময় কূটনীতিকসহ অন্যান্য নাগরিক এবং আফগান মিত্রদের দেশটি থেকে উদ্ধার করার উদ্যোগ না নেওয়ায় বাইডেন প্রশাসনের সমালোচনা হচ্ছে।
মন্তব্য করুন