- আন্তর্জাতিক
- আমি কাউকে বিশ্বাস করি না, তালেবান প্রসঙ্গে বাইডেন
আমি কাউকে বিশ্বাস করি না, তালেবান প্রসঙ্গে বাইডেন

হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন জো বাইডেন। ছবি: এনডিটিভি
তালেবানকে বিশ্বাস করেন কি না প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমি কাউকে বিশ্বাস করি না। তিনি বলেন, তালেবান বৈধতা চাইছে। এজন্য তারা নানা ধরনের প্রতিশ্রুতিও দিচ্ছে। তবে ওয়াশিংটন দেখবে, তালেবান তাদের প্রতিশ্রুতি রক্ষা করে কি না।
রোববার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণের সময় বাইডেন বলেন, যদি তালেবানরা আফগানিস্তানের জনগণের ভরণপোষণের চেষ্টা করে, তাহলে তাদের অর্থনৈতিক সহায়তা, বাণিজ্য এবং বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে অতিরিক্ত সাহায্যের প্রয়োজন হবে। খবর এনডিটিভির
তিনি বলেন, আমি কাউকে বিশ্বাস করি না। তালেবানকে একটি মৌলিক সিদ্ধান্ত নিতে হবে। তালেবানরা কি ঐক্যবদ্ধ হয়ে আফগানিস্তানের জনগণের কল্যাণ সাধনের চেষ্টা করতে যাচ্ছে, যা ১০০ বছর ধরে কোনো দলই করেনি। যদি তারা এটি করে, অর্থনৈতিক সহায়তা, বাণিজ্য এবং আরও অনেক কিছুর ক্ষেত্রে অতিরিক্ত সাহায্যের প্রয়োজন হবে।
তালেবান যেসব প্রতিশ্রতি দিয়েছে তারা তা রক্ষা করে কি না আমরা তা দেখব। তারা অন্য দেশের কাছ থেকে স্বীকৃতি নিতে বৈধতা খুঁজছে। তারা আমাদের পাশাপাশি অন্যান্য দেশকে বলেছে, তারা আমাদের কূটনৈতিক স্থানান্তর করতে চায় না। এখন পর্যন্ত তালেবান মার্কিন বাহিনীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি- যোগ করেন তিনি।
আফগানিস্তান থেকে মানুষকে সরিয়ে নিতে সেখানে প্রায় ছয় হাজার মার্কিন সেনা রয়েছে। ৩১ আগস্টের আগেই আমেরিকান সেনারা আফগানিস্তান থেকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত ছিল বাইডেন প্রশাসনের। মার্কিন সেনাবাহিনী ১৪ আগস্ট থেকে আফগানিস্তান থেকে প্রায় ২৫ হাজার ১০০ জনকে এবং জুলাইয়ের শেষ থেকে প্রায় ৩০ হাজার জনকে সরিয়ে নিয়েছে।
বাইডেন বলেন, আগস্টের সময়সীমার পরে আফগানিস্তানে উচ্ছেদ মিশন বাড়ানোর বিষয়ে তার সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন।
মন্তব্য করুন