- আন্তর্জাতিক
- স্মার্টফোনকে ‘অস্ত্র' বানিয়েছে তালেবান
স্মার্টফোনকে ‘অস্ত্র' বানিয়েছে তালেবান

ছবি: সিএনএন
প্রথমবার ক্ষমতা দখল করে তালেবান ইন্টারনেট, টেলিভিশন, রেডিও ও ইলেকট্রনিক যন্ত্র নিষিদ্ধ করেছিল। ছবি দেখা যায় এমন সব প্রযুক্তি-যন্ত্র কারও কাছে পেলে তাকে শাস্তি দিত তারা। তবে এবার সেই তালেবান নিজেদের স্বার্থে প্রযুক্তিকে ব্যবহার করছে। তাদের বক্তব্য-বিবৃতি ও বার্তা দিতে স্মার্টফোনকে হাতিয়ার করেছে। অস্ত্রের যুদ্ধের পাশাপাশি স্মার্টফোনকে ব্যবহার করছে নিজেদের বিশ্বাসযোগ্যতা অর্জনের মাধ্যম হিসেবে।
তালেবানের জন্য স্মার্টফোনকে নতুন অস্ত্র হিসেবে বর্ণনা করেছে নিউইয়র্ক টামইস। সোমবার যুক্তরাষ্ট্রের এ সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ আগস্ট তালেবানের একটি সাময়িকীর পোর্টালে ভিডিওবার্তা পোস্ট করে তারা। তাতে আফগানিস্তানের সরকারি বাহিনীর সদস্যদের প্রতি বলা হয়- আত্মসমর্পণ করো, অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়া হবে। অথবা মৃত্যুকে বরণ করো।
একই দিন তালেবান এক টুইট বার্তায় বলে- কূটনীতিক, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও দেশি-বিদেশি দাতব্য সংস্থার কর্মীদের কোনো ভয় নেই। সবার জন্য নিরাপদ পরিবেশ বজায় থাকবে।
মন্তব্য করুন