- আন্তর্জাতিক
- সরকার গঠনে আলোচনা চান তালেবানবিরোধী নেতারা
সরকার গঠনে আলোচনা চান তালেবানবিরোধী নেতারা

আফগানিস্তানে সরকার গঠনে তালেবানের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন তালেবানবিরোধী নেতারা। ভবিষ্যৎ সরকার নিয়ে সমঝোতায় আসতে তালেবান নেতাদের সঙ্গে সরাসরি বৈঠকে বসারও পরিকল্পনা করছেন তারা। আঞ্চলিক নেতাদের দলের এক সদস্য এ তথ্য জানিয়েছেন।
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশের একসময়ের শক্তিমান গভর্নর আতা মোহাম্মদ নুরের ছেলে খালিদ নুর বলেন, তালেবানের সঙ্গে আলোচনায় আগ্রহী স্থানীয় নেতাদের এ দলে প্রভাবশালী জাতিগত উজবেক নেতা আবদুল রশিদ দোস্তাম ও আরও কয়েকজন রয়েছেন। তারা আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিরোধী ছিলেন। খবর রয়টার্সের।
অজ্ঞাত স্থান থেকে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে খালিদ নুর (২৭) বলেন, ‘আমরা সম্মিলিতভাবে একটা সমঝোতায় পৌঁছাতে চাই। কেননা আফগানিস্তানের এ সমস্যা আমাদের কারও একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। তাই জনগণের সমর্থনের পাশাপাশি দেশের সব রাজনৈতিক দল, বিশেষ করে স্থানীয় নেতাদের জন্য ক্ষমতাসীনদের সঙ্গে আলোচনায় বসা জরুরি।’
তালেবানের ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানে পর্দার আড়ালে চলা এ আলোচনা দেশটির আঞ্চলিক যুদ্ধবাজ নেতাদের স্বাভাবিক জীবনে ফেরারই একটি ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।
মন্তব্য করুন