আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারে পৌঁছেছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা।

তালেবানের উপমুখপাত্র বিলাল করিমির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিলাল করিমি এএফপিকে বলেন, ‘তিনি (হাইবাতুল্লাহ আখুনজাদা) কান্দাহারে পৌঁছেছেন। তিনি শিগগিরই জনসমক্ষে আসবেন।’

তালেবানের সর্বোচ্চ এই হাবিতুল্লাহকে আগে কখনো জনসমক্ষে দেখা যায়নি। তিনি কোথায় ছিলেন বা কোথা থেকে কান্দাহারে পৌঁছেছেন সে বিষয়ে বিস্তারিত জানাননি তালেবানের উপমুখপাত্র।

এর আগে শনিবার তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, আগামী এক অথবা দুই সপ্তাহের মধ্যে আফগানিস্তানে নতুন মন্ত্রিসভা গঠন করা হতে পারে।

মন্ত্রিসভা গঠন নিয়ে ঘোষণার পরদিনই তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুনজাদার কান্দাহারে পৌঁছানোর খবর এলো।

এদিকে আফগানিস্তানে সরকার গঠনে তালেবানের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন তালেবানবিরোধী নেতারা। ভবিষ্যৎ সরকার নিয়ে সমঝোতায় আসতে তালেবান নেতাদের সঙ্গে সরাসরি বৈঠকে বসারও পরিকল্পনা করছেন তারা। আঞ্চলিক নেতাদের দলের এক সদস্য এ তথ্য জানিয়েছেন।