- আন্তর্জাতিক
- কাবুলের আকাশে উড়ছে রকেট
কাবুলের আকাশে উড়ছে রকেট

কাবুল বিমানবন্দর (ফাইল ছবি)
আফগানিস্তানের রাজধানী কাবুলের আকাশে রকেট উড়তে দেখা গেছে। বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক সোমবার সকালে কাবুলের আকাশে রকেট উড়তে দেখেছেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের সেনা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার কথা। এর ঠিক আগের দিন কাবুলে এমন ঘটনা ঘটল।
প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তাকর্মীরা জানান, কাবুল বিমানবন্দর থেকে রকেটকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। বিমানবন্দর থেকে ধোঁয়া দেখা গেছে বলেও জানিয়েছেন তারা।
সাবেক প্রশাসনে কর্মরত একজন নিরাপত্তাকর্মী যিনি তালেবানদের পতন ঘটিয়েছিলেন তিনি জানান, শহরের উত্তরে একটি যানবাহন থেকে রকেটকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে।
রকেট ওড়ার ঘটনায় সতর্ক অবস্থান নেওয়া হয়েছে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরের আশপাশে বসবাসরত মানুষেরা বলেছেন, সেখানে ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা কার্যকর হয়েছে। এই প্রতিরোধব্যবস্থা কার্যকর হওয়ার শব্দ শুনেছেন তারা।
এর আগে গত বৃহস্পতিবার কাবুলের বিমানবন্দরের বাইরে ভয়াবহ হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৭৫ জন নিহত হন। ওই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেটের খোরাসান প্রভিন্স শাখা (আইএস-কে)। পরদিন শুক্রবার আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় কাবুলে হামলার পরিকল্পনাকারীসহ আইএসএর দুই জঙ্গি নিহত হন বলে জানায় যুক্তরাষ্ট্র। রোববার কাবুলে ফের ড্রোন হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এ হামলায় কয়েকজন আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছেন।
মন্তব্য করুন