হারিকেন 'আইডা'র প্রভাবে সৃষ্ট ঝড় এবং প্রবল বাতাসে নিউ অরলিন্সের কাছে মিসিসিপি নদীর প্রবাহ বন্ধ হয়ে যায় এবং প্রকৃতপক্ষে নদীটি উল্টাস্রোতে চলতে শুরু করে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে, 'এটা অত্যন্ত অস্বাভাবিক ঘটনা'।

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত হানা শক্তিশালী হারিকেন 'আইডা'র প্রভাব পড়েছে দেশটির বিভিন্ন এলাকায়। নিউ অরলিন্স শহরে বিদ্যুৎসংযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেছে। ভূমিধসের ঘটনা ঘটেছে বেশ কিছু জায়গায়। খবর সিএনএনের।

ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, স্থানীয় সময় রোববার বিকেলে লুইসিয়ানার পোর্ট ফোরচনের কাছে আইডা একটি বিপজ্জনক ক্যাটাগরি ৪ এর হারিকেন হিসেবে ১৫০ মাইল বা ২৪০ কিলোমিটার বেগে বাতাস নিয়ে আঘাত হানে। নিউ অরলিন্সে এখন শুধু জেনারেটর চলছে। অন্ধকার হয়ে পড়েছে রাস্তাঘাট। পানি জমেছে রাস্তায়। আইডার কারণে গাছ ভেঙে পড়ে একজন নিহত হয়েছেন। লুইজিয়ানা রাজ্যে সাড়ে সাত লাখের বেশি মানুষ এখন বিদ্যুৎবিচ্ছিন্ন।

লুইজিয়ানার ব্যাটন রুজের ইউএসজিএস লোয়ার মিসিসিপি গালফ ওয়াটার সায়েন্স সেন্টারের তত্ত্বাবধায়ক হাইড্রোলজিস্ট স্কট পেরিয়েন বলেন, 'আমার মনে আছে, হ্যারিকেন ক্যাটরিনার সময় মিসিসিপি নদীর কিছু অংশের প্রবাহ বিপরীত ছিল, কিন্তু এটি অত্যন্ত অস্বাভাবিক।'

পেরিয়েন উল্লেখ করেন, রোববার নদীর স্তর প্রায় ৭ ফুট বৃদ্ধি পেয়েছিল। ঝড়ের সময় স্রোত দক্ষিণ-পূর্ব লুইসিয়ানাতে নিউ অরলিন্স থেকে প্রায় ২০ মাইল দক্ষিণে বেল চ্যাসে অবস্থিত ইউএসজিএস গেজে নদীকে ধাক্কা দিয়েছিল। সেই সময় নদীর প্রবাহ প্রতি সেকেন্ডে প্রায় ২ ফুট থেকে কমে বিপরীত দিকে প্রতি সেকেন্ডে প্রায় অর্ধফুটে নেমে আসে।