- আন্তর্জাতিক
- তালেবানের নতুন সরকার নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
তালেবানের নতুন সরকার নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

তালেবানবিরোধী বিক্ষোভ-বিবিসি
মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে তালেবান আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে। এদের কেউ কেউ জাতিসংঘের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন। আবার কেউ এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় আছেন। এ কারণে আফগানিস্তানের নতুন এই সরকার নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার তালেবানের নতুন সরকার ঘোষণার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা এটি পর্যবেক্ষণে রেখেছে। খবর বিবিসির
এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তর বলেছে, আফগানিস্তানে ঘোষিত নামের তালিকায় কেবল তালেবান সদস্য বা তাদের ঘনিষ্ঠ সহযোগীরা রয়েছেন এবং কোনো নারী নেই। আমরা এদের মধ্যে কিছু লোকের অন্তর্ভুক্তি ও অতীত ইতিহাস নিয়েও উদ্বিগ্ন।
দপ্তরটি বলেছে, এটিকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে উপস্থাপন করেছে তালেবান। তবে, আমরা তাদের কথায় নয়, কাজ দিয়েই বিচার করবো।
মঙ্গলবার আফগানিস্তানে নতুন তত্ত্বাবধায়ক সরকারের নাম ঘোষণা করে তালেবান। এর প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে স্বল্পপরিচিত নেতা মোহাম্মদ হাসান আখুন্দকে। তার ডেপুটি হিসেবে রয়েছেন সশস্ত্র এই গোষ্ঠীর সহ-প্রতিষ্ঠাতা আব্দুল গানি বারাদার।
হাক্কানি নেটওয়ার্কের বর্তমান প্রধান সিরাজউদ্দিন হাক্কানিকে করা হয়েছে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী। তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মো. ইয়াকুবকে করা হয়েছে প্রতিরক্ষামন্ত্রী। অর্থমন্ত্রী হয়েছেন হেদায়েতুল্লাহ বদরী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আমির খান মুতাকি।
এদের মধ্যে সিরাজুদ্দিন হাক্কানি এখনো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের নজরে ‘মোস্ট ওয়ান্টেড’ আসামি।
অন্তর্বর্তী সরকার ঘোষণার পাশাপাশি আফগানিস্তানকে একটি 'ইসলামিক এমিরেট' হিসেবে ঘোষণা দিয়েছেন তালেবান যোদ্ধারা।
গত ১৫ আগস্ট একের পর এক শহর নিয়ন্ত্রণে নিয়ে কাবুল দখলের ঘোষণা দেয় তালেবান। এর মাধ্যমেই ক্ষমতায় বসার কথা জানায় তারা। এর আগেই দেশটির প্রধানমন্ত্রী আশরাফ গনি পালিয়ে দেশের বাইরে চলে যান।
মন্তব্য করুন