- আন্তর্জাতিক
- দুর্নীতির অভিযোগে সৌদি আরবের জননিরাপত্তা প্রধান বরখাস্ত
দুর্নীতির অভিযোগে সৌদি আরবের জননিরাপত্তা প্রধান বরখাস্ত

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ, ছবি: রয়টার্স
সৌদি আরবের জননিরাপত্তা বিভাগের পরিচালক জেনারেল খালেদ আল হিরাবিকে দুর্নীতির অভিযোগে বরখাস্ত করা হয়েছে। বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক আদেশে ওই কর্মকর্তাকে বরখাস্ত করেন। বাদশাহী ওই আদেশে আরও ১৮ জনকে শাস্তি দেওয়া হয়েছে।
সৌদি প্রেস এজেন্সি বলছে, বাদশাহ সৌদি দুর্নীতিবিরোধী কর্তৃপক্ষকে অভিযোগটি তদন্তের নির্দেশ দিয়েছেন। অপরাধ প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
রাজকীয় ফরমানে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিবেদনের ভিত্তিতে বাদশাহ ওই নির্দেশ দিয়েছেন। অভিযুক্তরা জনগণের অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত এবং নিজেদেরে স্বার্থে তারা এ অর্থ ব্যবহার করেছেন।
এ বিষয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, জেনারেল হিরাবির বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। এসবের মধ্যে প্রতারণা, ঘুষ, ক্ষমতার অপব্যবহারও রয়েছে। তার সঙ্গে আরও ১৮ ব্যক্তি জড়িত রয়েছেন। অপরাধীরা সরকারি ও বেসরকারি খাতের নানা প্রতিষ্ঠানের মাধ্যমে দুর্নীতিতে জড়িত।
এর আগে গতবছরের আগস্টেও দুর্নীতির অভিযোগে ২০৭ জন সরকারি কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল দেশটির দুর্নীতিবিরোধী কমিশন। ওই সময় জানানো হয়েছিল, আরও ৪৬০ জনের বিরুদ্ধে তদন্ত চলছে।
তবে সৌদি আরবে দুর্নীতির বিরুদ্ধে এটাই যে একমাত্র অভিযোগ, তা নয়। যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতার কাছাকাছি আসতেই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেন। তবে বিরোধীদের অভিযোগ, মোহাম্মদ বিন সালমান তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমানোর জন্য এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। অনেক ক্ষেত্রে এ অভিযোগ প্রমাণিত হয়েছে।
মন্তব্য করুন