করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর নিউজিল্যান্ডে যৌনপল্লীগুলো খুলে দেওয়া হয়েছে। তবে আরোপ করা হয়েছে কিছু বিধি-নিষেধ। কারো সঙ্গে শারীরিক সম্পর্কের সময় যৌনকর্মীদের মাস্ক পরে থাকতে হবে; মাস্ক পরতে হবে যারা সেখানে আসবেন তাদেরও।

‘নিউজিল্যান্ড প্রস্টিটিউট কলেসিভ’ (এনজেডপিসি) এক বিবৃতিতে এই নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা।  

প্রতিবেদনে বলা হয়েছে, করোনা সংক্রমণ কিছুটা কমায় ফের খুলে দেওয়া হয়েছে যৌনপল্লী। কিন্তু করোনার ডেল্টা রূপ থেকে বাঁচতে নতুন নিয়ম করা হয়েছে নিউজিল্যান্ডে। এখন থেকে যৌনকর্মী ও যারা সেখানে আসবেন উভয়কেই পরতে হবে মাস্ক।

এনজেডপিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘শারীরিক সম্পর্কের সময় যৌনকর্মীদের মাস্ক পরে থাকতে হবে। যারা আসছেন তারাও যাতে মাস্ক পরে থাকেন সেটাও দেখতে হবে তাদের। এই পরিস্থিতিতে যৌনকর্মীরা নির্দিষ্ট কয়েকটি জায়গাতেই নিজেদের পেশা চালাতে পারবেন। এক সময়ে কোনও জায়গায় ৫০ জনের বেশি ব্যক্তি থাকতে পারবেন না।’

নির্দেশনায় বলা হয়েছে, শুধু মাস্ক পরা নয়, যারা যৌনপল্লীতে আসবেন তাদের ঠিকানা নথিভুক্ত রাখার নির্দেশও দেওয়া হয়েছে যৌনকর্মীদের। কোনও ব্যক্তি যখন যৌনকর্মীর সঙ্গে শারীরিক সম্পর্ক করবেন তখন তার আগে তাদের কিছু তথ্য জানাতে হবে। সেই তথ্য প্রশাসনের কাছে থাকবে।