- আন্তর্জাতিক
- শেষ পর্যন্ত লাদেনেরই জয় হয়েছে: মুর
শেষ পর্যন্ত লাদেনেরই জয় হয়েছে: মুর

শেষ পর্যন্ত আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনেরই জয় হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও লেখক মাইকেল মুর। আফগানিস্তান নিয়ে যুক্তরাষ্ট্রের বিশৃঙ্খল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার তার ওয়েবসাইটে 'ইন দ্য অ্যান্ড, বিন লাদেন ওন' শিরোনামে একটি দীর্ঘ নিবন্ধ লিখেছেন। সেখানে এ কথা বলেন তিনি। খবর এএফপির।
একাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী চলচ্চিত্র পরিচালক মুর বলেন, মৃত্যুর মধ্য দিয়ে হলেও লাদেন তার শত্রুপক্ষের বিশৃঙ্খলা দেখতে পাচ্ছেন। নিজেদের মধ্যে যুদ্ধ ও সংঘাতে বিলুপ্তির আসল জঙ্গিবাদে যুক্তরাষ্ট্র জড়িত বলে বিষোদ্গার করেন তিনি।
'ফারেনহাইট ৯/১১' নামের তথ্যচিত্র নির্মাণ করে সারাবিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিলেন মুর। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা হয়। তখনকার প্রেসিডেন্ট জর্জ বুশের যুদ্ধনীতি নিয়ে সমালোচনামূলক তথ্যচিত্র 'ফারেনহাইট ৯/১১'। এটি যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে সর্বকালের সব রেকর্ড ভঙ্গ করে প্রদর্শিত হয়।
মন্তব্য করুন