- আন্তর্জাতিক
- ক্যামেরাম্যানকে বাঁচাতে গিয়ে রাশিয়ান মন্ত্রীর মৃত্যু
ক্যামেরাম্যানকে বাঁচাতে গিয়ে রাশিয়ান মন্ত্রীর মৃত্যু

অন্যের প্রাণ বাঁচাতে গিয়ে মারা গেছেন রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রী ইয়েভজেনি জিনিচেভ।
নরিস্ক শহরে আন্তঃবাহিনীর যৌথ মহড়া চলাকালে ৫৫ বছর বয়সী এই মন্ত্রী মারা যান বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।
রাশিয়ান প্রচারমাধ্যম আরটি’র প্রধান মার্গারিটা সিমোনিয়ান জানান, সাক্ষাৎকার নেওয়ার সময় হঠাৎ একজন ক্যামেরাম্যান পানিতে পড়ে গেলে তাকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেন জিনিচেভ।
তিনি জানান, কিন্তু পানিতে থাকা পাথরের সঙ্গে আঘাত লেগে মারা যান তিনি।ক্যামেরাম্যানও মারা গেছেন।
২০১৮ সাল থেকে জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন জিনিচেভ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারের গুরুত্বপূর্ণ একজন সদস্য বিবেচনা করা হয় তাকে।
মন্তব্য করুন