- আন্তর্জাতিক
- যুক্তরাষ্ট্রের ভবিষ্যত নিয়ে 'উদ্বিগ্ন' বুশ
যুক্তরাষ্ট্রের ভবিষ্যত নিয়ে 'উদ্বিগ্ন' বুশ

জর্জ ডব্লিউ বুশ (ফাইল ছবি)
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, ৯/১১ হামলার ২০তম বার্ষিকীতে আজ যে অনৈক্য তা যুক্তরাষ্ট্র নিয়ে আমাকে উদ্বিগ্ন করছে।
পেনসিলভানিয়ার স্যাঙ্কসভিলে শনিবার বুশ বলেন, ৯/১১ হামলার পরবর্তী সপ্তাহ ও মাস আমি এক বিস্ময়কর, স্থিতিশীল এবং ঐক্যবদ্ধ জনগণের নেতৃত্ব দিতে পেরেছি আমি সে জন্য গর্বিত।এই স্যাঙ্কসভিলে ৯/১১ এর অপহৃত চতুর্থ বিমানটি বিধ্বস্ত হয়।
৯/১১ হামলার সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন।
বুশ বলেন, যখন যুক্তরাষ্ট্রের ঐক্যের কথা আসে, তখন সেই দিনগুলো আমাদের নিজেদের থেকে দূরে বলে মনে হয়। আমাদের রাজনীতির অনেক কিছুই ক্রোধ, ভয় এবং বিরক্তির প্রতি নগ্ন আবেদন হয় উঠেছে। এটি আমাদের জাতি এবং আমাদের ভবিষ্যত সম্পর্কে চিন্তিত করে তোলে।
৯/১১ হামলার সময় নিউজার্সির নেওয়ার্ক সিটি থেকে সান ফ্রান্সিসকোগামী ইউনাইটেড এয়ার লাইন্সের ফ্লাইট ৯৩, বোয়িং ৭৫৭ স্যাঙ্কসভিলে বিধ্বস্ত হলে ৪০ জন যাত্রী এবং ৪ জন হাইজাকার নিহত হন।
মন্তব্য করুন