ভারতের গুজরাটে প্রায় তিন টন ওজনের হেরোইন জব্দ করা হয়েছে; যেগুলো উৎপাদিত হয়েছে আফগানিস্তানে, আর এসেছে ইরান থেকে।

সম্প্রতি এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

জব্দ হওয়া ওই হেরোইনের আনুমানিক মূল্য ২ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার বলে ধারণা করা হচ্ছে।

মাদক নিয়ন্ত্রণে কর্মরত গোয়েন্দা কর্মকর্তারা এই অভিযান চালিয়েছেন। এ ব্যাপারে বিস্তারিত তদন্ত করা হচ্ছে। উদ্ধার মাদকের প্রকৃত বাজার মূল্য বের করারও চেষ্টা চলছে।

হেরোইনের চালানটি রওনা হয় আফগানিস্তান থেকে; সেখানে এগুলোকে এক ধরনের পাথর হিসেবে পরিচিয় দেওয়া হয়েছে। গুজরাটের মুন্দ্রা বন্দরে এগুলো এসেছে ইরান থেকে।

ভারতের ডিরোক্টরেট অব রেভিনিউ ইনটেলিজেন্স (ডিআরআই) বিবৃতিতে জানিয়েছে, আমাদের কর্মকর্তারা যখন কনন্টেইনারে তল্লাশি চালায়, তখনই বিষয়টি ধরা পড়ে। মাদক থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর জানা যায় এগুলো আসলে হেরোইন।

এতে বলা হয়, দিল্লিসহ দেশের বিভিন্ন শহরে অভিযান চালানো হচ্ছে। আফগানিস্তানের কোনও নাগরিক এর পেছনে রয়েছে কিনা সে ব্যাপারেও তদন্ত হচ্ছে।

আফিম রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থান দখল করে আছে আফগানিস্তান। ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগ অ্যান্ড ক্রাইমের তথ্যানুসারে, সারাবিশ্বে আফিমের চাহিদার ৮০ ভাগেরও বেশি পূরণ করে থাকে দেশটি।

হেরোইনসহ বিভিন্ন মাদক তৈরিতে এই আফিম প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয়।ব্রিটিশ কর্মকর্তাদের তথ্যমতে, যুক্তরাজ্যে যে পরিমাণ হেরোইন যায়, এর ৯৫ শতাংশই আফগানিস্তান থেকে যায়। ।