- আন্তর্জাতিক
- যুক্তরাষ্ট্রকে টাকা ফেরত দিয়ে সদিচ্ছা দেখাতে বললো ইরান
যুক্তরাষ্ট্রকে টাকা ফেরত দিয়ে সদিচ্ছা দেখাতে বললো ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমীর-আব্দুল্লহিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গত মাসে পরমাণু আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে চেষ্টা করেছিলেন। তবে আমরা জোর দিয়ে বলেছি, ওয়াশিংটনকে সদিচ্ছার নিদর্শন হিসেবে প্রথমে তেহরানের জমা হওয়া তহবিলের ১০ বিলিয়ন ডলার ফেরত দিতে হবে।
শনিবার পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র গত মাসে জাতিসংঘে মধ্যস্থতাকারীদের ব্যবহার করে যোগাযোগের চেষ্টা করেছিল। খবর এনডিটিভির
মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান তার তেল ও গ্যাস রপ্তানির বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশি ব্যাংক থেকে তুলতে পারছে না।
হোসাইন আমীর-আব্দুল্লহিয়ান বলেন, নিউইয়র্কে (জাতিসংঘের সাধারণ অধিবেশনে) বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল। আমি মধ্যস্থতাকারীদের বলেছিলাম, যদি যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে তবে কমপক্ষে ১০ বিলিয়ন ডলার অর্থ ছেড়ে দিতে হবে।
এর আগে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনার জন্য আগ্রহ দেখিয়েছিল। তবে গত জুনেই সেটি সফর হয়নি।
মন্তব্য করুন