কাবুলে আইএস-এর ঘাঁটি ধ্বংস করে দেয়া হয়েছে বলে দাবি করেছে তালেবান। কাবুলের একটি মসজিদে আইএস-এর হামলার কয়েক ঘণ্টা পর চালানো এই অভিযানে পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছে তারা। তালেবানের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তালেবান যোদ্ধারা রোববার সন্ধ্যার দিকে এই অভিযান চালায়। খবর এনডিটিভির।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, কাবুলের বাসিন্দা ও সরকারি চাকরিজীবী আবদুল রহমান নামের এক ব্যক্তি বলেছেন, তার বাসস্থানের কাছাকাছি তিনটি ভবনে বিপুল সংখ্যক তালেবান সেনাকে ঢুকতে দেখেছেন তিনি। গোলাগুলির শব্দে সারারাত তিনি ঘুমোতে পারেননি বলে জানান।

এর আগে মসজিদের সামনের ঈদগাহ মাঠে জবিউল্লাহ মুজাহিদের মায়ের জানাজা পড়ার সময় সন্দেহভাজন আইএস সদস্যরা হামলা চালিয়ে কমপক্ষে দু’জনকে হত্যা করে। তার ঘণ্টা কয়েক পরই তালেবানরা সেখানে অভিযান চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা বিস্ফোরণ ও গুলির শব্দ শুনেছেন।

নামপ্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা জানান, হামলায় পাঁচজন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১১ জন। নিহতদের মধ্যে তালেবান সেনা এবং বেসামরিক নাগরিক রয়েছেন।

জবিউল্লাহ মুজাহিদ জানান, বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার দায়ে আমরা তিনজনকে আটক করেছি।