- আন্তর্জাতিক
- করোনায় মৃত্যুপ্রতি ৫০ হাজার রুপি দেবে ভারত
করোনায় মৃত্যুপ্রতি ৫০ হাজার রুপি দেবে ভারত

সরকারি হিসেবে ভারতে এখন পর্যন্ত করোনা মহামারিতে ৪ লাখ ৪৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ছবি: বিবিসি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রত্যেক নাগরিকের পরিবারকে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সরকারের এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন দেশটির শীর্ষ আদালত। ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের অধীনে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে আদালতে আবেদন করা হলে এই আদেশ দেওয়া হয়।
সোমবার বিচারপতি এমআর শাহ বলেন, আবেদনের এক মাসের মধ্যে এই ক্ষতিপূরণ প্রদান করতে হবে। কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই অর্থ প্রদান করতে হবে। খবর বিবিসির।
দুর্যোগ ব্যবস্থাপণায় দক্ষতা আনতে ২০০৫ সালে দুর্যোগ ব্যবস্থাপনা আইন কার্যকর করে ভারত। এতে কৌশলগত প্রস্তুতি, সক্ষমতা তৈরি, জীবনহানি, আহত কিংবা ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। আইনটিতে বলা হয়েছে দুর্যোগে কেউ প্রাণ হারালে ৪০ হাজার রুপি ক্ষতিপূরণ দিতে হবে। তবে আদালত বিবেচনা করে এই পরিমাণ বাড়াতে বা কমাতে পারে।
গৌরব কুমার বনশাল নামে এক পিটিশনকারী এ প্রসঙ্গে বিবিসিকে বলেন, ‘করোনা মহামারি মোকাবিলায় কেন্দ্রীয় সরকারকে প্রচুর অর্থ খরচ করতে হচ্ছে-এটি সত্য; কিন্তু আমরা আশা করেছিলাম, আইন অনুযায়ী প্রত্যেক মৃত্যুর জন্য ৪ লাখ রুপি দেওয়া হবে।
সরকারি হিসেবে ভারতে এখন পর্যন্ত করোনা মহামারিতে ৪ লাখ ৪৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। তবে বিশেষজ্ঞদের ধারণা এই সংখ্যা অন্তত দশগুণ বেশি হতে পারে।
ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী নির্দেশনা অনুযায়ী করোনায় মৃতদের পরিবারকে এই ক্ষতিপূরণ দেওয়া হবে। আর এই তহবিল যোগাবে রাজ্য সরকার।
মন্তব্য করুন