- আন্তর্জাতিক
- ফিরে এসে দেখলেন নিজের বাড়িটি চুরি হয়ে গেছে
ফিরে এসে দেখলেন নিজের বাড়িটি চুরি হয়ে গেছে

ধরুন আপনি একা মানুষ এবং আপনার একটা বাড়ি আছে এক শহরে। কিন্তু কাজের প্রয়োজনে অন্য একটি শহরে থাকেন। মাঝে মাঝে ছুটিতে বাড়ি আসেন। একবার প্রতিবেশীর ফোন পেয়ে এসে দেখেন আপনার বাড়িটি কারা যেন বিক্রি করে দিয়েছে। তাও আপনার পরিচয়ই ব্যবহার করে। আপনি থ মেরে গেলেন। আপনার বাড়ি বিক্রি করে দিলো অন্য কেউ? এমন ঘটনা বিশ্বাস হচ্ছে না তো, কিন্তু এমনটাই ঘটেছে ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারের লুটন শহরে।
লুটন শহরের ওই বাসিন্দার নাম হল। প্রতিবেশীর ফোন পেয়ে তিনি বাড়ি ফেরেন। গিয়ে দেখেন তার অজান্তে কেউ একজন তার পরিচয়েই বাড়িটি বিক্রি করে দিয়েছে এবং ঘরের আসবাবপত্র কিছুই নাই। বরং নতুন করে সাজসজ্জা চলছে বাড়িটিতে। যিনি কাজ করাচ্ছেন তিনি নিজেকে বাড়ির মালিক দাবি করেন এবং তিনি বাড়িটি ক্রয় করেছেন বলে জানান। খবর বিবিসি অনলাইনের।
বিবিসির অনুসন্ধানে দেখা যায়, বাড়িটি বিক্রি করা এবং ব্যাংকের সমস্ত কাজ করতে হলের পরিচয় চুরি করা হয়েছে। বিষয়টা হলো বাড়ি বিক্রয়কারী ব্যক্তি হল সেজেই বাড়িটি বিক্রয় করে। পুলিশ প্রথমে তাকে বলেছিল এটা প্রতারণা না। কিন্তু সবকিছু দেখে পরে তারা তদন্ত শুরু করে। হল কাজের সূত্রে নর্থ ওয়ালসে থাকেন। তিনি বলেন, ২০ আগস্ট তিনি এক প্রতিবেশীর ফোন পান। প্রতিবেশী তাকে জানান, কেউ একজন তার বাড়িতে আছেন। কারণ বাড়ির সবগুলো বাতি জ্বালানো। পরেরদিন সকালে তিনি বাড়িতে যান।
তিনি বলেন, আমি সদর দরজায় গিয়ে চাবি দিয়ে খোলার চেষ্টা করলাম। কিন্তু চাবি কাজ করছে না। পরে এক ব্যক্তি ভেতর থেকে দরজা খোলে। আমি তাকে এক পাশে সরিয়ে ভেতরে ঢুকলাম। আমি আসলে বুঝতে পারছিলাম না তিনি সেখানে কি করছিলেন না। সব আসবাবপত্র নাই হয়ে গেছে দেখে প্রচণ্ড ধাক্কা খেলাম। সব আসবাব, কার্পেট পর্দা সবকিছু নাই হয়ে গেছে।
ভেতরে থাকা ব্যক্তি তাকে জানায় তিনি বাড়ির সংস্কার কাজ করছেন। তখন হল বলেন, আমি তো বাড়ি বিক্রি করিনি। এটা এখনো আমার বাড়ি। তিনি পুলিশকে ফোন করেন। ওই শ্রমিক চলে গেলো। কিন্তু নতুন মালিকের বাবা আসলো এবং তিনি এসে জানান জুলাইয়ে বাড়িটি ক্রয় করেছেন। বাড়ির নতুন মালিক বলেন, এটা এখন আমার বাড়ি। তুমি এখন অনুপ্রবেশকারী। দূর হও।
হল জানান, তখন তিনি অনলাইনে ভূমি রেজিস্ট্রেশনের তথ্যাদি পাওয়ার চেষ্টা করেন এবং দেখতে চান কার নামে আছে বাড়িটি। পরে তিনি দেখেন বাড়িটি ৪ আগস্ট ওই ব্যক্তির (নতুন মালিক) নামে রেজিস্ট্রেশন হয়। এই পর্যায়ে পুলিশ বলে, তারা কিছুই করতে পারবে না। এটা সিভিল ম্যাটার। তারা তাকে বাড়ি ছাড়তে বলে এবং আইনজীবীর কাছে যেতে বলে। তিনি অনলাইনে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন কিন্তু সেখান থেকেও একই ধরনের বক্তব্য পান। এমনিতে বাড়ি হারিয়ে তিনি ছিলেন দিশেহারা, এর মধ্যে পুলিশের এমন ব্যবহার তিনি বিশ্বাস করতে পারছিলেন না। পরে অবশ্য বেডফোর্ডশায়ারের ফ্রড স্কোয়াড বিষয়টি তদন্ত শুরু করেছে। যদিও এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
বাড়িটি এক লাখ ৩১ হাজার পাউন্ডে বিক্রি করা হয়েছে। ইংল্যান্ডে প্রায়ই এমন ঘটনা ঘটে। গত বছরও দেশটির ভূমি রেজিস্ট্রেশন বিভাগ প্রতারণার ক্ষতিপূরণ হিসেবে ৩.৫ মিলিয়ন পাউন্ড দিয়েছে।
মন্তব্য করুন