চীনের কমিউনিস্ট পার্টির নেতা ও সাবেক উপ প্রধানমন্ত্রী ঝাং জেলির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন দেশটির টেনিস তারকা পেং শুয়াই। 

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে এক পোস্টে পেং শুয়াই জানিয়েছেন, ঝাং জেলি যৌন সম্পর্কে যেতে ‘জোর করেছেন’ পেং শুয়াইকে। খবর বিবিসির।

প্রথম সারির রাজনীতিবিদের বিরুদ্ধে প্রথমবারের মতো এমন গুরুতর অভিযোগ আসার চীনের কমিউনিস্ট পার্টিতে শুরু হয়েছে তোলপাড়।

তবে ঝাং জেলির এই গুরুতর অভিযোগের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি ঝাং জেলি। 

ইতোমধ্যে পেং শুয়াইয়ের পোস্ট চীনের ইন্টারনেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। দ্বৈত টেনিসে সাবেক নাম্বার ওয়ান পেং শুয়াইকে সার্চ ইঞ্জিনেও নিষিদ্ধ করেছে চীন। কিন্তু তার আগেই পেং শুয়াইয়ের পোস্ট ভাইরাল হয়ে গেছে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঝাং জেলির বিরুদ্ধে আনীত অভিযোগ নিয়ে যারা ওয়েইবোতে পোস্ট করছেন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথাও এসেছে গণমাধ্যমে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সার্চ ইঞ্জিনে পেং শুয়াইয়ের নাম লিখলে সাত শতাধিক কনটেন্ট দেখালেও তাতে ক্লিক করলে সাত শতাধিক ফলাফল আসে। কিন্তু তাতে ক্লিক করলে কোনো কনটেন্ট দেখাচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে পেং শুয়াইয়ের ৫ লাখ ফলোয়ার রয়েছে।

৭৫ বছর বয়সী ঝাং জেলি ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত চীনের উপ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। চীনের প্রেসিডেন্ট শিং জিনপিংয়ের ঘনিষ্ট হিসেবেও খ্যাতি রয়েছে তার।

ঝাং জেলিকে উদ্দেশ্য করে পেং শুয়াই তার পোস্টে লিখেছেন, ‘উপ প্রধানমন্ত্রী ঝাং জেলি, আমি জানি আপনি বিশিষ্টজন। আপনি এটাও বলবেন যে আপনি এসবে ভীত নন।

তবে জানেন তো, একটি নুড়ি দিয়ে যেমন বড় এক খণ্ড পাথরকে আঘাত  করা যায় অথবা ছোট্ট একটি শুয়োপোকা যখন আগুনে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দেয়, আমিও ঠিক তেমনিভাবে আপনার সম্পর্কে সত্য বলব।’

পেং শুয়াই জানান, কোনো এক বিকেলে টেনিস গ্রাউন্ড থেকে তাকে একপ্রকার ‘জোর’ করেই নিজের বাড়িতে নিয়ে যান ঝাং জেলি। সেখানে যৌন সম্পর্ক স্থাপনে তাকে ‘জোর’ করেন শীর্ষ এই রাজনীতিবিদ।

তবে টেনিস তারকা পেং শুয়াই বলেছেন, সেদিনের সেই ঘটনার স্বপক্ষে তিনি কোনো প্রমাণ দিতে পারবেন না।

‘আমার কাছে প্রমাণ নেই। আমার পক্ষে তো তখন কোনো প্রমাণ নিয়ে বেরিয়ে আসা সম্ভব ছিল না। সেদিন বিকেলে আমি ভীষণ ভীত ছিলাম। আমি অনেকদিন খেলায় মনযোগ দিতে পারিনি। আমি বলছি, সেদিন বিকেলে আমার এক ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল।’

২০১৮ সালে চীনের টেলিভিশন উপস্থাপিকা ঝও সাউশুয়ান টেলিভিশন ব্যক্তিত্ব ঝু জনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন। বিশ্বব্যাপী যৌন নিপীড়নের বিরুদ্ধে চলমান ‘#মি টু’ আন্দোলন শুরু হয় তখন।  পেং শুয়াইয়ের পোস্ট সেই আন্দোলনে ফের ঘৃতাহুতি দিচ্ছে বলে জানাচ্ছে চীনের সংবাদমাধ্যম।

টেনিস ক্যারিয়ারে পেং শুয়াই তাইওয়ান টেনিস তারকার শিয়েই সি উয়েইর সঙ্গে যৌথভাবে দুটি গ্র্যান্ডস্লাম শিরোপা জিতেছেন, যার প্রথমটি তিনি পেয়েছিলেন ২০১৩ সালে উইলম্বডনে, দ্বিতীয়টি আসে ২০১৪ সালে রোনাল্ড গ্যারোস টুর্নামেন্টে।



বিষয় : ঝাং জেলি পেং শুয়াই চীনের কমিউনিস্ট পার্টি

মন্তব্য করুন