- আন্তর্জাতিক
- সঙ্কট মোকাবিলায় আরও পদক্ষেপের দাবিতে বিক্ষোভ
জাতিসংঘ জলবায়ু সম্মেলন
সঙ্কট মোকাবিলায় আরও পদক্ষেপের দাবিতে বিক্ষোভ

বিক্ষোভ মিছিলের একটি চিত্র। ছবি: বিবিসি অনলাইন
স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সঙ্কট মোকাবিলায় আরও বেশি করে পদক্ষেপ নেওয়ার দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে। সংগঠকরা বলেছে, মিছিলে প্রায় এক লাখ মানুষ অংশ নিয়েছেন।
জাতিসংঘের জলবায়ু শীর্ষক কপ-২৬ সম্মেলন শুরুর পর এটাই সবচেয়ে বড় বিক্ষোভ মিছিল। এছাড়া বিশ্বব্যাপী বিভিন্ন দেশেও একইরকম শত শত বিক্ষোভ মিছিল হয়েছে। খবর বিবিসি অনলাইনের।
সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ গ্লাসগোর বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন। তবে তিনি বক্তব্য না দিয়ে উগান্ডার ক্লাইমেট জাস্টিস অ্যাক্টিভিস্ট ভেনেসা নাকাতেকে বিক্ষোভ মিছিলে বক্তব্য দিতে জায়গা করে দেন।
শনিবার দুপুরে গ্লাসগো শহরের পশ্চিমের কেলভিংরোভ পার্ক ও দক্ষিণের কুইন্স পার্ক থেকে মিছিলটি শুরু হয়। পরে ‘গ্লোবাল ডে অব অ্যাকশন ফর ক্লাইমেট’ শীর্ষক এই মিছিলটি পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী তিন মাইল পথ অতিক্রম করে গ্লাসগো গ্রিন পার্কের দিকে যায়।
এদিকে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলেও প্রায় ১০০টির মতো বিক্ষোভ হয়েছে। এছাড়া কেনিয়া, তুরস্ক, ফ্রান্স, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং কানাডাসহ ১০০টির মতো দেশেও বিক্ষোভ হয়েছে। লন্ডনে বিক্ষোভকারীরা ব্যাংক অব ইংল্যান্ড থেকে ট্রাফালগার স্কোয়ার পর্যন্ত মিছিল করেছিল। এছাড়া কার্ডিফেও একটি বিশাল বিক্ষোভ মিছিল হয়েছিল।
অন্যদিকে পুলিশ গ্লাসগোর ক্লাইড সেতুতে অবরোধ করায় ২১ বিজ্ঞানীকে আটক করেছে। তারা ওই সেতুতে একসঙ্গে মিলে অবরোধ দিয়েছিল।
উল্লেখ্য, ৩১ অক্টোবর থেকে স্কটল্যান্ডের বৃহত্তম শহর গ্লাসগোতে শুরু হয়েছে কনফারেন্স অব দ্য পার্টিজের (কপ) ২৬তম সম্মেলন। ১২ নভেম্বর সম্মেলনটি শেষ হওয়ার কথা।
মন্তব্য করুন