- আন্তর্জাতিক
- মেক্সিকোতে নিয়ন্ত্রণ হারিয়ে টোল বুথে ট্রাকের ধাক্কা, নিহত ১৯
মেক্সিকোতে নিয়ন্ত্রণ হারিয়ে টোল বুথে ট্রাকের ধাক্কা, নিহত ১৯

টোল বুথে ট্রাকের ধাক্কায় অন্যান্য গাড়িতে আগুন ধরে যায়। ছবি- দ্য গার্ডিয়ান
মেক্সিকোতে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের টোল বুথে ধাক্কায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।
মেক্সিকো সিটির সঙ্গে মধ্যাঞ্চলীয় পিউবলা সিটির সংযোগকারী মহাসড়কে শনিবার এ দুর্ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ানের
শনিবার দুপুরে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের একটি টোল বুথে বেশ কিছু গাড়িতে ধাক্কা দেয়। এতে কয়েকটি গাড়িতে আগুন ধরে হতাহতের ঘটনা ঘটে।
মেক্সিকোর ফেডারেল রোডস অ্যান্ড ব্রিজ অ্যান্ড রিলেটেড সার্ভিসেস এজেন্সি এক বিবৃতিতে জানায়, টোল বুথ অতিক্রম করার সময় ট্রাক ছয়টি গাড়িকে টেনে নিয়ে যায়, এতে ১৯ জন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে চালকও রয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন