- আন্তর্জাতিক
- ঢাকা-মালে সরাসরি ইউএস বাংলার ফ্লাইট উদ্বোধন কাল
ঢাকা-মালে সরাসরি ইউএস বাংলার ফ্লাইট উদ্বোধন কাল

দেশিয় পর্যটক ও মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ঢাকা-মালে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে একটি বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা।
আগামীকাল শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে সরাসরি মালদ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রথম এ ফ্লাইট। বেসামরিক বিমান ও পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বিমানবন্দরে এ ফ্লাইট উদ্বোধন করবেন।
বৃহস্পতিবার কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে সপ্তাহে ৩দিন (মঙ্গল, শুক্র ও রোববার) ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা এয়ারলাইন্স।
বেসরকারি এই বিমান সংস্থার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম সমকালকে বলেন, এ রুটে সব কর ও সারচার্জসহ ওয়ানওয়ে টিকিটের সর্বনিম্ন মূল্য ২৯ হাজার ৫০৮ টাকা ও রিটার্ন টিকিটসহ মূল্য ধরা হয়েছে ৪৫ হাজার ৫৪৫ টাকা। এতে বাংলাদেশি পর্যটক ও মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।
কর্মকর্তারা আরও জানান, বর্তমানে দুবাই, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, চেন্নাই, গুয়াংজু, ব্যাংকক এবং কলকাতায় নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা এয়ারলাইন্স।
মন্তব্য করুন