- আন্তর্জাতিক
- রাশিয়ায় কয়লাখনিতে আগুন, নিহত ৫২
রাশিয়ায় কয়লাখনিতে আগুন, নিহত ৫২

ছবি: রয়টার্স
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি কয়লাখনিতে দুর্ঘটনায় ৫২ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে ছয়জন উদ্ধারকারী রয়েছেন।
কেমেরোভো এলাকায় অবস্থিত কয়লাখনিটি। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে খনির বায়ু চলাচলকারী একটি পথে কয়লার গুঁড়ায় আগুন ধরে যায়। এতে খনির ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে ১১ জনের মৃত্যু হয়। খবর বিবিসি অনলাইনের।
দুর্ঘটনার সময় খনিতে ২৮৫ জন কর্মী ছিলেন। তাদের বেশিরভাগই ঘটনার পর খনি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে অনেকে আটকে পড়েন। তাদের উদ্ধারে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়েও ব্যর্থ হন উদ্ধারকারীরা। অভিযান চালাতে গিয়ে কয়েকজন উদ্ধারকারীও আটকা পড়েন।
খনিতে বিপুল পরিমাণে বিপজ্জনক মিথেন শনাক্ত হওয়ার পর অভিযান স্থগিত করা হয়। পরে তিনজন উদ্ধারকারীর লাশ পাওয়া যায় বলে সরকারি তথ্যে জানানো হয়। এই নিয়ে সরকারি হিসাবে নিহতের সংখ্যা ১৪।
রাশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলো বৃহস্পতিবার রাতে জানায়, খনিতে আটকে পড়াদের কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই। নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। তাদের মধ্যে ছয় উদ্ধারকারী রয়েছেন।
এটিকে এক দশকের মধ্যে রাশিয়ার খনিতে ঘটা সবচেয়ে ভয়াবহ বিপর্যয় বলে উল্লেখ করেছে বিবিসি। এ ঘটনায় খনিতে নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার অভিযোগে খনি পরিচালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার পূর্বে কেমেরোভো অঞ্চলটি অবস্থিত। এর আগে ২০০৪ সালে এ খনিতে মিথেন গ্যাস বিস্ফোরণে ১৩ জন নিহত হন।
মন্তব্য করুন