- আন্তর্জাতিক
- ক্যাটরিনা কাইফের গালের মতো মসৃণ রাস্তা হওয়া উচিত: রাজস্থানের মন্ত্রী
ক্যাটরিনা কাইফের গালের মতো মসৃণ রাস্তা হওয়া উচিত: রাজস্থানের মন্ত্রী
#WATCH | "Roads should be made like Katrina Kaif's cheeks", said Rajasthan Minister Rajendra Singh Gudha while addressing a public gathering in Jhunjhunu district (23.11) pic.twitter.com/87JfD5cJxV
— ANI (@ANI) November 24, 2021
ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ রাজস্থানের রাজ্য সরকারের মন্ত্রী রাজেন্দ্র সিং গুধা বলেছেন, ক্যাটরিনা কাইফের গালের মতো মসৃণ রাস্তা হওয়া উচিত। মন্ত্রী হওয়ার একদিন পর তার নির্বাচনী এলাকা রাজস্থানের ঝুনঝুনু জেলার এক গ্রামে সমাবেশ করেন। সেখানেই তিনি বক্তব্যে এ কথা বলেন। এসময় তিনি নির্বাচনী এলাকার জনগণকে মসৃণ সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে নেট মাধ্যমে ব্যাপক আলোচনা ও হাস্যরস সৃষ্টি করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, রাজস্থান কংগ্রেসের অন্যতম নেতা রাজেন্দ্র সিং গুধা বৃহস্পতিবার রাজ্যের পঞ্চায়েত ও পল্লী উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, সমাবেশে মন্ত্রী প্রথমে বলেছিলেন- ঝুনঝুনু জেলার সব সড়ক হওয়া উচিত হেমা মালিনীর গালের মতো মসৃণ। কিন্তু এ কথা বলার পরই তিনি বুঝতে পারেন- উপমা যথাযথ হলো না, কারণ হেমা মালিনী পুরনো দিনের হিন্দি সিনেমার নায়িকা।
তারপর তিনি উপস্থিত জনতাকে প্রশ্ন করেন, বর্তমানে সময়ে হিন্দি সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়িকা কে? এই প্রশ্নের উত্তরে সমাবেশে উপস্থিতি বেশ কয়েকজন সমস্বরে ক্যাটরিনা কাইফের নাম উল্লেখ করেন।
জনগণের উত্তর পাওয়ার পর মন্ত্রী বলেন, ‘এই ঝুনঝুনি জেলার সব সড়ক ক্যাটরিনা কাইফের গালের মতো মসৃণ হওয়া উচিত।’
এই বক্তব্যের ভিডিও নেট মাধ্যমে প্রকাশ হওয়ার পর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। বিপুল সংখ্যক নেটিজেন ইতোমধ্যে জানিয়েছেন, রাজেন্দ্র সিং গুধার বক্তব্যে তারা বিনোদিত হয়েছেন।
মন্তব্য করুন