চীন ও উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। দেশের নিরাপত্তা রক্ষার জন্য শত্রুর ঘাঁটিতে আঘাত করার সক্ষমতা অর্জন করতে চায় তার দেশ।

শনিবার জাপানের স্থলবাহিনীর সক্ষমতা পর্যবেক্ষণের এক অনুষ্ঠানে সামরিক সাজে হাজির হন কিশিদা। এ সময় দেওয়া ভাষণে তিনি সামরিক শক্তি বাড়ানোর কথা বলেন। খবর আলজাজিরার।

কিশিদা বলেন, জাপান সাগর অঞ্চলে সামরিক পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। যে কোনো সময়ের চেয়ে বর্তমানে তা চরম রূপ নিয়েছে। উত্তর কোরিয়া বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে তাদের সক্ষমতা বাড়িয়েছে।

তিনি বলেন, চীনের সামরিক উপস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এ অবস্থায় জাপানের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে।