- আন্তর্জাতিক
- নেদারল্যান্ডসে হোটেল কোয়ারেন্টিন থেকে পালালেন দম্পতি
নেদারল্যান্ডসে হোটেল কোয়ারেন্টিন থেকে পালালেন দম্পতি

ছবি: বিবিসি
দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডসে ফেরার পর করোনা শনাক্ত হওয়া যাত্রীদের অনেককে হোটেল কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। রোববার কোয়ারেন্টিনে থাকা অবস্থায় সেখান থেকে পালিয়ে যান এক দম্পতি। এতে জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ার আশঙ্কা তৈরি হয়।
তবে শেষ পর্যন্ত রোববার সন্ধ্যায় ওই দম্পতিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে নেদারল্যান্ডসের সীমান্ত পুলিশ। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গত শুক্রবার আমস্টারডামের সিফল বিমানবন্দরে দক্ষিণ আফ্রিকা থেকে আসা দুটি ফ্লাইটে ৬১ যাত্রীর করোনা শনাক্ত করে কর্তৃপক্ষ। তারা করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত কি না, তা নিশ্চিত হতে তাদের হোটেল কোয়ারেন্টিনে পাঠানো হয়। পরে কর্তৃপক্ষ জানায়, আক্রান্ত যাত্রীদের মধ্যে ১৩ জনের শরীরে ওমিক্রনের সংক্রমণ শনাক্ত হয়েছে। ওই ঘোষণা শোনার পরই কোয়ারেন্টিন থেকে পালিয়ে যান এক দম্পতি।
পুলিশের মুখপাত্র স্ট্যান ভারবার্ট এএফপিকে বলেন, ‘সিফলের দ্য রয়েল নেদারল্যান্ডস মেরেচাউসির (জাতীয় পুলিশ বাহিনী) সদস্যরা সন্ধ্যায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছেন। তারা একটি হোটেলে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় পালিয়ে গিয়েছিলেন।’
ভারবার্ট জানান, ওই দম্পতির মধ্যে স্বামীর বয়স ৩০ বছর। তিনি স্প্যানিশ নাগরিক। আর ২৮ বছর বয়সী স্ত্রী পর্তুগিজ। স্পেনের উদ্দেশে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা একটি উড়োজাহাজের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সন্ধ্যা ছয়টার দিকে উড়োজাহাজটির স্পেনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।
মন্তব্য করুন