- আন্তর্জাতিক
- নেদারল্যান্ডসে ১৩ জনের ওমিক্রন শনাক্ত, কানাডায় দুই
নেদারল্যান্ডসে ১৩ জনের ওমিক্রন শনাক্ত, কানাডায় দুই

ছবি: বিবিসি
নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে দক্ষিণ আফ্রিকা থেকে আসা দুটি ফ্লাইটের ১৩ জন যাত্রীর দেহে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। শুক্রবার আমস্টারডামের সিফল বিমানবন্দরে দক্ষিণ আফ্রিকা থেকে আসা দুটি ফ্লাইটে ৬১ যাত্রীর করোনা শনাক্ত করে কর্তৃপক্ষ। পরে তারা জানায়, আক্রান্ত যাত্রীদের মধ্যে ১৩ জনের শরীরে ওমিক্রনের সংক্রমণ শনাক্ত হয়েছে। খবর বিবিসির।
এদিকে কানাডায় প্রথমবারের মতো করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। দেশটির অন্টারিও প্রদেশে দুজনের শরীরে নতুন এ ধরনের উপস্থিতি মিলেছে। সংক্রমিত দুজনই সম্প্রতি নাইজেরিয়া থেকে এসেছিলেন। স্থানীয় সময় গতকাল রোববার কানাডার স্বাস্থ্যমন্ত্রী জিন-ইভেস ডুকলোস এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।
ডাচ স্বাস্থ্যমন্ত্রী হুগো ডি জঙ্গে দক্ষিণ আফ্রিকা ফেরত মানুষজনকে যত তাড়াতাড়ি সম্ভব কোভিড পরীক্ষা করার অনুরোধ জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, “নেদারল্যান্ডসে এমন শনাক্ত আরও অনেকেই থাকার বিষয়টি অচিন্তনীয় নয়।”
দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনাভাইরাসের ওমিক্রন ধরন শনাক্ত হয়। এরপর তা বিশ্বের কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। সবশেষ যুক্তরাজ্য, জার্মানি, ইতালি এবং অস্ট্রেলিয়ায় নতুন ধরনটি শনাক্ত হয়েছে।
শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনকে ‘উদ্বেগজনক’ শ্রেণিতে তালিকাভুক্ত করেছে। সতর্কতার অংশ হিসেবে ইউরোপ, আমেরিকা, এশিয়ার অনেক দেশ এরই মধ্যে আফ্রিকার একাধিক দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে।
মন্তব্য করুন