পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে প্রায় পাঁচ মাস পর ইরানের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ছয়টি দেশ। সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জার্মানি ও ফ্রান্সের চুক্তিটি নিয়ে বৈঠক করার কথা রয়েছে। আর পরোক্ষভাবে আলোচনায় অংশ নেবে যুক্তরাষ্ট্র। খবর এএফপির।

ইরানের পক্ষ থেকে চুক্তি বাস্তবায়নের চেয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জোর দেওয়া হয়েছে। আর ইরান পরমাণুর ব্যবহার সীমিত করলে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে আগ্রহী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইরানের অবস্থানের প্রতি রাশিয়া ও চীন সমর্থন দিচ্ছে। পরমাণু সমঝোতার কোনো পক্ষ না হওয়ায় যুক্তরাষ্ট্র আলোচনায় সরাসরি যোগ দিতে পারছে না।

তবে ইরান যদি পারমাণবিক কর্মসূচি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি থেকে সরে না আসে, তাহলে চুক্তির পথে না হেঁটে বিকল্প উপায় ব্যবহারে বাধ্য হবে ওয়াশিংটন- জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

২০১৫ সালে ইরান ও ছয় দেশের মধ্যে পরমাণু চুক্তি হয়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রকে পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে সরিয়ে নেন। বাইডেন ক্ষমতায় আসার পর নতুন করে পরমাণু চুক্তিতে ফেরার ঘোষণা দেন।