রাশিয়ার আরও ২৭ কূটনীতিককে বহিষ্কার করেছে ওয়াশিংটন। তারা আগামী ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্র ছাড়বেন। যুক্তরাষ্ট্রে নিয়োজিত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ এ কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে কূটনীতিক বহিষ্কারের এই ঘটনায় ক্ষোভ জানিয়েছেন আনাতোলি। খবর রয়টার্সের।

গত শনিবার সোলোভিয়েভ লাইভ নামে একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের কূটনীতিকদের বহিষ্কার করা হচ্ছে। আমার কমরেডদের বড় একটি অংশ আমাদের ছেড়ে যাচ্ছে। আগামী ৩০ জানুয়ারি ২৭ কূটনীতিক পরিবারসমেত যুক্তরাষ্ট্র ছাড়বেন। যুক্তরাষ্ট্রে রুশ দূতাবাস গুরুতর কর্মী-সংকটের মুখে রয়েছে বলে জানান তিনি।

রাশিয়ার দাবি, দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হওয়ার পর ২০১৬ সাল থেকে শতাধিক রুশ কূটনীতিক সপরিবার যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হয়েছেন।