- আন্তর্জাতিক
- ২০২১ সালে পর্যটনে সম্ভাব্য ক্ষতি ২ ট্রিলিয়ন ডলার
২০২১ সালে পর্যটনে সম্ভাব্য ক্ষতি ২ ট্রিলিয়ন ডলার

২০২১ সালে বিশ্বে করোনা মহামারীতে পর্যটন খাতের সম্ভাব্য ক্ষতির পরিমাণ দুই ট্রিলিয়ন ডলার বলে জানিয়েছে জাতিসংঘ। সোমবার জাতিসংঘের ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন (ইউএনডব্লিউটিও) এ তথ্য জানায়।
মাদ্রিদভিত্তিক বিশ্ব সংস্থাটি জানিয়েছে, চলতি বছর এই খাতে সম্ভাব্য দুই ট্রিলিয়ন ডলার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বিভিন্ন দেশ। ইউএনডব্লিউটিওর এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছর ধরে করোনা মহামারীতে বিপর্যস্ত বিশ্ব। এ কারণে চলতি বছর বিশ্বে পর্যটন শিল্পের ক্ষতি দুই ট্রিলিয়ন ডলার হতে পারে। এএফপির।
অবশ্য ২০২০ সালেও একই রকম অর্থের ক্ষতি হয়েছিল। তবে এবার জুলাই থেকে বিভিন্ন দেশে টিকাদান কর্মসূচি জোরদার করায় এই ভাইরাসের প্রকোপ কমে এসেছিল। তবে নতুন ধরন ছড়িয়ে পড়ায় পর্যটন খাতে ক্ষতি বৃদ্ধির আশঙ্কা ফের বেড়েছে।
মন্তব্য করুন