- আন্তর্জাতিক
- শ্রীলঙ্কানকে পুড়িয়ে হত্যা: দুই দেশে প্রতিবাদী বিক্ষোভ
শ্রীলঙ্কানকে পুড়িয়ে হত্যা: দুই দেশে প্রতিবাদী বিক্ষোভ

প্রিয়ান্থা দিয়াওয়াদনা হত্যার ঘটনায় পাকিস্তান ও শ্রীলঙ্কাজুড়ে বিক্ষোভ চলছে -ইপিএ
পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কান নাগরিক প্রিয়ান্থা দিয়াওয়াদনা হত্যার ঘটনায় সোমবার দুই দেশেই প্রতিবাদী বিক্ষোভ হয়েছে। এদিকে সোমবার নিহত প্রিয়ান্থার মরদেহ শ্রীলঙ্কায় পাঠানো হয়েছে।
শিয়ালকোটে সহিংসতার নিন্দা জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এছাড়া নিজের জীবনের ঝুঁকি নিয়ে কারখানার ব্যবস্থাপক শ্রীলঙ্কান প্রিয়ান্থাকে উত্তেজিত জনতার হাত থেকে বাঁচানোর চেষ্টাকারীকে পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি। খবর বিবিসির।
গত শুক্রবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিল্পনগরী শিয়ালকোটে পিটিয়ে হত্যার পর ৪৯ বছর বয়সী শ্রীলঙ্কান নাগরিক প্রিয়ান্থার শরীরে আগুন দেওয়া হয়।
ইমরান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১০০ জনের বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনাকে তিনি দেশের জন্য লজ্জার দিন হিসেবে বর্ণনা করেছেন। নিহতের পরিবার হতাশায় ভুগছে বলে বিবিসি জানিয়েছে।
পাকিস্তান ও শ্রীলঙ্কা উভয় দেশের সরকারের কাছে স্বামী হত্যার সুষ্ঠু বিচার তদন্তের জন্য আহ্বান জানিয়েছেন তার স্ত্রী নিলুশি দিসানায়াকা। তিনি বলেন, আমি দেখেছি ইন্টারনেটে তাকে আক্রমণ করা হচ্ছে, এটা খুবই অমানবিক।
এদিকে শিয়ালকোটে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই শ্রীলঙ্কান কারখানা ব্যবস্থাপককে উত্তেজিত জনতার হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। এই সাহসিকতার জন্য তাকে মেডেল দেওয়ার ঘোষণা দিয়েছেন ইমরান। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে ওই সাহসী ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তার নাম মালিক আদনান। তিনি প্রিয়ান্থার সহকর্মী। একই কারখানায় উৎপাদন ব্যবস্থাপক হিসেবে কর্মরত আদনান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উত্তেজিত জনতাকে ঠেকিয়ে প্রিয়ান্থাকে বাঁচানোর চেষ্টা করছেন আদনান। তার চেষ্টা শেষ পর্যন্ত বৃথা যায়। আদনান যে সাহসিকতা দেখিয়েছেন, সে জন্য তাকে 'তমঘা-ই-সুজাত' পদক দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
মন্তব্য করুন