- আন্তর্জাতিক
- বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের পাশে মহড়া চালাল ইরান
বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের পাশে মহড়া চালাল ইরান

প্রতীকী ছবি
বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের পাশে আকাশ প্রতিরক্ষা মহড়া চালিয়েছে ইরান। দেশটির পরমাণু প্রকল্প নিয়ে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে উত্তেজনার মধ্যে এ মহড়া চালানো হলো।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানায় আলজাজিরা।
খবরে বলা হয়, সোমবার দিনের শুরুর দিকে বুশেহর প্রদেশের দক্ষিণে এবং পারস্য উপসাগরের কিছু অংশে এ মহড়া চালানো হয়।
ভিয়েনায় বিশ্ব শক্তিগুলোর সঙ্গে পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করা নিয়ে কোনো সমঝোতা ছাড়াই আলোচনা শেষ হওয়ার কয়েকদিন পর এ মহড়া চালাল ইরান।
এদিকে ২০১৫ সালে ইরানের সঙ্গে বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে হওয়া এ চুক্তি পুনরুজ্জীবিত হোক তা চায় না ইসরায়েল। একই সঙ্গে দেশটি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলার হুমকি দিয়ে আসছে। এমন পরিস্থিতিতে ইরানের মহড়া বেশ গুরুত্ব বহন করছে।
এ মাসের শুরুতে ইরানের অন্যতম পরমাণু স্থাপনা নাতাঞ্জের পাশে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। সে সময় দেশটির সংবাদমাধ্যম জানায়, এ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল মহড়ার অংশ হিসেবে কোনো হামলা প্রতিহত করার জন্য নয়।
এ নাতাঞ্জ পরমাণুকেন্দ্রে ২০২০ ও ২০২১ সালে দুটি নাশকতার ঘটনা ঘটেছে। এগুলোর জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান। এ ছাড়া জুনে খারাজে একটি সেন্টিফিউজ ওয়ার্কশপেও নাশকতার ঘটনা ঘটে। যার জন্যও তেল আবিবকে দায়ী করে তেহরান।
মন্তব্য করুন