- আন্তর্জাতিক
- যুক্তরাষ্ট্রে ওমিক্রনে প্রথম মৃত্যু
যুক্তরাষ্ট্রে ওমিক্রনে প্রথম মৃত্যু

ছবি: গেটি ইমেজেস
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথম কারও মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানায়।
এবিসি নিউজের এক প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার এ খবর জানিয়েছে।
টেক্সাসের হ্যারিস কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা এবিসি নিউজকে জানান, যুক্তরাষ্ট্রে ওমিক্রন ধরনে এটাই প্রথম মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। তবে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এ ব্যাপারেও এখনও কিছু জানায়নি।
মৃত ওই ব্যক্তির বয়স ৫০ থেকে ৬০ হতে পারে। তিনি টিকা নেননি বলেও জানা গেছে। এছাড়া তার শারীরিক অবস্থাও ভালো ছিল না।
Sad to report the first local fatality from the Omicron variant of COVID-19. A man in his 50’s from the eastern portion of Harris County who was not vaccinated. Please - get vaccinated and boosted.
— Lina Hidalgo (@LinaHidalgoTX) December 20, 2021
এর আগে গত ১৩ ডিসেম্বর যুক্তরাজ্যে করোনাভাইরাসের এই নতুন ধরনে সংক্রমিত হয়ে একজনের মৃত্যুর খবর জানায় দেশটির কর্তৃপক্ষ।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, দুঃখজনক বিষয় হলো ওমিক্রনে সংক্রমিত হয়ে একজন মারা গেছেন। তাই আমি মনে করি এই ধরন সম্পর্কে যে ধারণা, এটি কেবল ভাইরাসের মৃদু সংস্করণ, সে ব্যাপারে আমাদের একটি বিষয় নির্দিষ্ট করার প্রয়োজন আছে। এটিও স্বীকার করতে হবে এই ধরনটি খুব দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে।
সোমবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাদের করোনা শনাক্ত হয়েছে, সেসব নমুনার জিনগত রূপ বিশ্লেষণ করে পাওয়া তথ্যে দেখা যায়, এসব রোগীর মধ্যে ৭৩ শতাংশ ওমিক্রন ধরনে আক্রান্ত। এছাড়া দেশটির নির্দিষ্ট কিছু অঞ্চলে ওমিক্রনের প্রকোপ আরও বেশি।
গত ২৪ নভেম্বর নতুন এই ধরন দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়ার কথা জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। প্রাথমিকভাবে নতুন ধরনটিকে ‘বি.১.১.৫২৯’ নামে ডাকা হচ্ছিল। পরে ডব্লিউএইচও নতুন এ ধরনের নামকরণ করে ওমিক্রন। এবং একে উদ্বেগজনক ধরন বলে আখ্যায়িতও করে।
মন্তব্য করুন