- আন্তর্জাতিক
- মালয়েশিয়ায় ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ১৪
মালয়েশিয়ায় ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ১৪

ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় শনিবার থেকে ভয়াবহ বন্যায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানায় আনাদোলু।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম বেরনামা নিউজ জানায়, দেশটির পশ্চিমাঞ্চলের রাজ্য সেলাঙ্গর থেকে আট জনের ও পাহাং রাজ্য থেকে উদ্ধার করা হয় ছয়জনের মরদেহ। এ ছাড়া এখনও চারজন নিখোঁজ রয়েছেন। আবহওয়ার যথেষ্ট উন্নতি হওয়ার পরও বহু রাজ্যে বন্যা পরিস্থিতি বিরাজ করছে।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলছে, ৬০ হাজারের বেশি ক্ষতিগ্রস্ত মানুষকে তাদের ঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে ৩৫ হাজারের কাছাকাছি সরিয়ে নেওয়া হয়েছে পাহাং রাজ্য থেকে।
এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব বন্যায় আটকে পড়া মানুষদের দ্রুত সরিয়ে নেওয়ার ঘোষণা দেন।
ইয়াকুব বলেন, বন্যার পর ক্ষতিগ্রস্ত ঘর ও অবকাঠামো সংস্কারের জন্য সরকার ১০০ মিলিয়ন রিঙ্গিত (২৩.৭ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ করেছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, সমাজকল্যাণ বিভাগ রান্না করা খাবার ক্ষতিগ্রস্তদের বাড়ি ও আশ্রয়কেন্দ্রে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে।
এর আগে ২০১৪ সালেও দেশটি ভয়াবহ বন্যার কবলে পড়েছিল। সে সময় প্রায় এক লাখ ১৮ হাজার মানুষ ঘর ছাড়তে বাধ্য হন।
মন্তব্য করুন