- আন্তর্জাতিক
- ‘শিগগির’ পদত্যাগ করছেন সুদানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী
‘শিগগির’ পদত্যাগ করছেন সুদানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী

আবদাল্লাহ হামদক
আফ্রিকার দেশ সুদানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক শিগগির পদত্যাগ করতে যাচ্ছেন।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রের বরাতে এ তথ্য জানায় তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু।
সংবাদমাধ্যমে এ বিষয়ে কথা বলার অনুমতি না থাকায় ওই সূত্রটি নাম প্রকাশ করেনি।
খবরে বলা হয়, হামদক তার কার্যালয়ের কর্মকর্তাদের দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। রাজনৈতিক সংকট নিয়ে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান ও তার ডেপুটি মোহাম্মদ হামদান ডাগলো হেমেদতির সঙ্গে বৈঠকের পর সুদানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী শিগগির পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
সূত্রটি জানিয়েছে, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা রোববার সন্ধ্যার পর থেকে তাদের দায়িত্ব হস্তান্তর শুরু করেছেন।’
২৫ অক্টোবর সেনাবাহিনী হামদকের অন্তর্বর্তীকালীন সরকার বাতিল ও জরুরি অবস্থা ঘোষণার পর থেকে সুদানে রাজনৈতিক সংকট চলছে। যদিও আল বুরহানের সঙ্গে এক চুক্তির আওতায় ২১ নভেম্বর হামদককে ফের প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
এদিকে সম্পূর্ণ বেসামরিক শাসনের দাবিতে শনিবার দেশটির রাজধানী খার্তুমে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ।
দীর্ঘ দিনের শাসক ওমর আল-বশিরের পতনের পর ২০১৯ সালে সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতাদের মধ্যে চুক্তি হয়। ২৫ অক্টোবর সামরিক অভ্যুত্থানের আগে সুদান ওই চুক্তি অনুযায়ী পরিচালিত হতো। চুক্তিতে দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার কথা ছিল। আর নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৩ সালে।
মন্তব্য করুন