পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রথমবারের মতো একজন নারী বিচারপতি পেতে যাচ্ছেন। সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে নিয়োগের অনুমোদন পাওয়া নারীর নাম আয়েশা মালিক। দেশটির ক্ষমতাসীন দলের সদস্যরা বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।

দেশটিতে বিচারপতিদের পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত নেয় জুডিশিয়াল কমিশন অব পাকিস্তান (জেসিপি)। ৫৫ বছর বয়সী আয়েশাকে পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতি করার পক্ষে বৃহস্পতিবার ভোট দেয় ৯ সদস্যের জেসিপি। দক্ষিণ এশিয়ার দেশটির স্বাধীনতার ৭৫ বছরের মধ্যে এই প্রথম পাকিস্তানের সর্বোচ্চ আদালতে একজন নারী বিচারপতি হচ্ছেন।

ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের এমপি ও আইনবিষয়ক সংসদীয় সচিব মালেকা বোখারি এ বিষয়ে একটি টুইট করেছেন। টুইটে তিনি বলেন, একজন মেধাবী আইনজীবী ও সুদক্ষ বিচারকের পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি হওয়ার বিষয়টি তার দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় মুহূর্ত।